ত্রিপুরায় শুভেন্দু স্মরণ করালেন দ্বিদলীয় শাসনের সময়ের কথা!
Read Time:48 Second
নিউজ ডেস্কঃ সিপিআইএম-কংগ্রেসের নাম নিলেও এদিনও তৃণমূল ব্রাত্য। ত্রিপুরায় শুভেন্দু স্মরণ করালেন দ্বিদলীয় শাসনের সময়ের কথা।
ত্রিপুরায় ফের ডাবল ইঞ্জিন সরকার তৈরি করার ডাক দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি প্রথম নির্বাচনী সভা করেন রাধাকিশোরপুরে।
সেখানে তিনি দাবি করেন, বিজেপির শাসনে ত্রিপুরায় শান্তি বিরাজ করছে। দিল্লিতে বিজেপির কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেন।