Holi 2023 : রাধা কৃষ্ণের শহরে হোলি

0 0
Read Time:1 Minute, 45 Second

নিউজ ডেস্ক : সারা ভারতের প্রায় সকল প্রান্তেই হোলি উৎসব পালিত হলেও , ব্রজের হোলি বিশেষভাবে বিখ্যাত । ব্রজ হলো একটি ঐতিহাসিক অঞ্চল , যা মথুরা , বৃন্দাবন এবং আশে পাশের কিছু এলাকা জুড়ে বিস্তৃত ।

মথুরা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং শ্রী কৃষ্ণের শৈশব অতিবাহিত হয়েছিল বৃন্দাবনে । কথিত আছে ভগবান শ্রী কৃষ্ণ একটু কালো বর্ণের হওয়ায় ছোটবেলায় তিনি মা যশোদা এর কাছে রাধার মতো ফর্সা হওয়ার বায়না করতেন । মা যশোদা তাকে কৌতুক করে রাধাকে নিজের রঙে রাঙানোর পরামর্শ দেন । আর তারপর থেকেই কৃষ্ণ যেতেন রাধা ও তার সখীদের রং মাখাতে এবং তারা কৃষ্ণকে লাঠি দিয়ে মারতেন। সাধারনত বিশ্বাস করা হয় এখান থেকেই হোলি খেলার বিকাশ ঘটেছে ।

বারসানা হলো রাধার গ্রাম । হোলি এর দিন রাধা এর কৃষ্ণকে প্রহর করার মধ্য দিয়ে , এখানে লাঠমার হোলি এর প্রচলন হয় ।

বিশ্বাস করা হয় , বাঁকে বিহারী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ সাদা পোশাক পড়ে, হোলির দিন তার ভক্তদের ওপর গুলাল ছুড়েছিলেন । বর্তমানে মন্দিরের পণ্ডিতেরা টা অনুসরণ করেন এবং জনতার ওপরে রং ও ফুল বর্ষণ করেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!