মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতে মাথা পিছু আয় দ্বিগুণ!

0 0
Read Time:3 Minute, 51 Second

নিউজ ডেস্ক::নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেছে ২০১৪-এ। তারপর থেকে প্রায় নয় বছর সময়ে দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে ১,৭২,০০০ টাকায় পৌঁছে গিয়েছে। নয় বছরের জনগণের আয় দ্বিগুণ হওয়ার বিষয়টি বড় বলে মনে বলেও, প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। কেননা এক্ষেত্রে আয়ের অসম বন্টন সরকারের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে।

জাতীয় পরিসংখ্যান অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে বার্ষিক মাথা পিছু আয় দাঁড়িয়েছে ১,৭২,০০০ টাকা। ২০১৪-১৫ সালে যা ছিল ৮৬,৬৪৭ টাকা। এক্ষেত্রে হিসেব অনুযায়ী ৯৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। তবে এর থেকে মূল্যবৃদ্ধির বিষয়টি বাদ দিলে ২০১৪-১৫ সালে ৭২,৮০৫ থেকে ২০২২-২৩ সালে তা প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৮,১১৮ টাকা।

অর্থনীতিবিদরা আয় দ্বিগুণ হওয়ার বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এখানে যদি মুদ্রাস্ফীতির হিসেব করা যায়, তাহলে বৃদ্ধি অনেকটাই কম। অর্থনীতিবিদরা বলছেন, দেখতে হবে আয়বৃদ্ধির বন্টন প্রক্রিয়া। এই আয় বৃদ্ধির বেশিরভাগটাই জনসংখ্যার মাত্র ১০ শতাংশের কাছে গিয়েছে। তারা বলছেন, অন্যদিকে মজুরি কমেছে বিভিন্ন জায়গায়। ফলে বাস্তব ক্ষেত্রে সমস্যা আরও বেড়েছে।

জাতীয় পরিসংখ্যান অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, কোভিডের সময় মাথাপিছু আয় হ্রাস পেয়েছে। তারপরেও ২০২১-২২ এবং ২০২২-২৩ আর্থিক বছরে আয়বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে অর্থাৎ ৫ বছর সময়কালের মধ্যে বার্ষিক আর্থিক বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। এই বৃদ্ধিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তাঁরা। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক ও সামাজিক ক্ষেত্রে উন্নতি বয়েছে। কোভিডের সময়ে প্রভাব পড়লেও, পরবর্তী সময়ে আর্থিক উন্নতি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন মাথা পিছু আয়বৃদ্ধির বিষয়টি সমৃদ্ধির বৃদ্ধিতে প্রতিফলিত হয়। তারা বলছেন, মোদী সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, যা গরিবদের সাহায্য করেছে। সরাসরি সরকারি প্রকল্পের সাহায্য পেয়েছেন অনেক মানুষ। এর মধ্যে রয়েছে জনধন অ্যাকাউন্ট, মুদ্রা লোন, খাদ্যের অধিকার কর্মসূচিতে বিনামূল্যে রেশনের মতো বিষয়।
তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে মাথা পিছু আয়, ভারতীয়দের গড় আয়। এই গড় বৈষ্যমের ওপরে মুখোশ তৈরি করেছে। কেননা ওপরের দিকে যেভাবে আয় বৃদ্ধি হয়েছে, সেই হারে নিচের দিকে বৃদ্ধি হয়নি।
অন্যদিকে পরিস্থিতি যাই হোক, অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার হামলা হোক কিংবা অন্য অনিশ্চয়তার মধ্যেও ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে তাদের অবস্থান বজায় রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!