দিনের শুরুতেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার মার্কেট! 

0 0
Read Time:2 Minute, 33 Second

নিউজ ডেস্ক : দিনের শুরুতেই ধাক্কা খেয়েছিল শেয়ার মার্কেট। সূচক নেমে গিয়েছে পাঁচ মাসের সর্বনিম্নে। তবে সাময়িক সেই কাটিয়ে ফের খানিক চাঙ্গা হয়ে উঠল বাজার। ইচিবাচক বিশ্ববাজারের ইঙ্গিত পেতেই সেনসেক্স ও নিফটি বৃদ্ধি পেল। মেটাল স্টকও লাভের মুখ দেখেছে। ফলে আশঙ্কার মেঘ আপাতত কেটেছে।

বুধবার শেয়ার মার্কেট খুলতেই পড়ে যায় সূচক। তারপর সাড়ে ৯টার পর থেকে আবার বাড়তে থাকে। বিএসই সেনসেক্স আপাতত বেড়ে হয়েছে ৫৮,৩১৪.১২। বেড়েছে ০.৭১ শতাংশ। আর এনএসই নিফটি ৫০ হয়েছে ১৭,১৬৭.২০। তা বেড়েছে ০.৭২ শতাংশ।

শেয়ারের বৃহত্তর বাজারগুলিও প্রারম্ভিক অবস্থায় লভ্যাংশের মুখ দেখেছে। বেঞ্চমার্ক সূচকগুলিও শক্তিশালী হতে শুরু করেছে এদিন। মার্কিন মুদ্রাস্ফীতির ইতিবাচক তথ্য অনুসরণ করেই বৈশ্বিক বাজার রিবাউন্ড করেছে। ফলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতেও সফল হয়েছে শেয়ার। বুধবার বেঞ্চমার্ক স্টক মার্কেটের সূচক বেড়েছে।

এদিন শেয়ার মার্কেটের সমস্ত প্রধান সেক্টরাল সূচকগুলি ইতিবাচক লেনদেন করছে, নিফটি মেটাল ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক প্রবণতার উন্নতির কারণে নিফটি আইটি এবং নিফটি ফিনান্সিয়ালও বেড়েছে। নিফটি ৫০ সূচকে শীর্ষ লাভকারীদের মধ্যে উঠে এসেছে বড় সংস্থাগুলি।

নিফটি সূচকে শীর্ষ লাভকারী সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য এশিয়ান পেইন্টস, ইউপিএল, এলএন্ডটি, টাইটান এবং হিন্দালকো। সবচেয়ে বড় ড্র্যাগ ছিল এসবিআই লাইফ, ভারতী আইটেল, হিন্দুস্তান ইউনিলিভার, ওএনজিসি ও এইচসিএল টেকের। টানা চারদিন নিম্নমুখী থাকার পর এদিন উর্ধমুখী হয়েছে সেনসেক্স ও নিফটি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!