IPL 2023 : স্টার স্পোর্টসের ধারাভাষ্যের দল

0 0
Read Time:3 Minute, 11 Second

নিউজ ডেস্ক : আইপিএল ২০২৩ শুরু হতে চলেছে ৩১ মার্চ থেকে । দর্শকরা জিও সিনেমা ও স্টার স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে আইপিএল ২০২৩ লাইভ দেখতে পারবেন । আইপিএল ২০২৩ এ স্টার স্পোর্টসের লাইভ কভারেজে ধারাভাষ্য হবে ৯ টি ভাষায় – হিন্দি , ইংরেজি , তামিল , তেলেগু , কন্নড়, মারাঠি , মালায়লাম , গুজরাটি ও বাংলা । অনেক প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা এই ৯ টি ভাষায় ধারাভাষ্যের মাধ্যমে আইপিএল এর ম্যাচগুলো কভার করবেন ।

স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্যের দলে রয়েছেন – বীরেন্দ্র শেওয়াগ , হরভজন সিং , ইউসুফ পাঠান , ইরফান পাঠান , মিতালী রাজ , মহম্মদ ক্যাফ , সঞ্জয় মঞ্জরেকর , ইমরান তাহির , দীপ দাশগুপ্ত , অজয় মেহেরা , যতীন সাপ্রু, পদ্মজিৎ শেহরাওয়াত , কে শ্রীকান্ত , এস বদ্রিনাথ , লক্ষ্মীপতি , রামজিশ বালা , মুরলি বিজয় ।

স্টার স্পোর্টসের হয়ে ইংরেজিতে ধারাভাষ্য করবেন – সুনীল গাভাস্কার , জ্যাক ক্যালিস , ম্যাথিউ হেইডেন , কেভিন পিটারসেন , অ্যারন ফিঞ্চ , টম মুডি , পল কলিংউড , ড্যানিয়েল ভিট্টরি , ড্যানিয়েল মরিসন , ডেভিড হাসি ।

তামিল ও তেলেগু ভাষায় ধারাভাষ্য করবেন , যথাক্রমে , আরজে বালাজি , যোমহেশ মুথুরামন আর , কেভি সত্যনারায়ণ , থিরুশ কামিনী ও এম এস কে প্রসাদ , ভেনুগোপাল রাও , টি সুমন , কল্যাণ কৃষ্ণ ডি , আশিষ রেড্ডি , কৌশিক এনসি , অ্যাঙ্কর রবি রাকলে।

কন্নড় ভাষায় ধারাভাষ্য করবেন, বিজয় ভরদ্বাজ , শ্রীনিবাস মূর্তি পি , ভরথ চিপলি , পবন দেশপান্ডে , অখিল বালাচন্দ্র , জি কে অনিল কুমার , সুমেশ গনি , গুণ্ডপ্পা বিশ্বনাথ , রূপেশ শেঠি

অমল মজুমদার , সন্দীপ পাতিল , আদিত্য তারে , নিলেশ নাটু , প্রসাদ ক্ষীরসাগর ধারাভাষ্য করবেন মারাঠি ভাষায় ।

মালায়লাম ধারাভাষ্যের দলে রয়েছেন এস শ্রিসন্দু, টিনু ইয়োহান্নান , শিয়াস মোহাম্মদ , বিষ্ণু হরিহরন এবং গুজরাটি ভাষার দলে রয়েছেন মনন দেশাই , আকাশ ত্রিবেদী , নয়ন মঙ্গিয়া ।

বাংলা ভাষায় ধারাভাষ্য করবেন, অশোক দিন্দা , আরজে বরুণ কৌশিক , প্রদীপ রায় , পল্লব বসু ও অভিষেক ঝুঁনঝুনওয়ালা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!