“তৃণমূলকে তাড়াতে পারে লাল ঝাণ্ডাই”: মহঃ সেলিম

0 0
Read Time:4 Minute, 30 Second

নিউজ ডেস্ক::বগটুই কাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিন দুর্গাপুরে এমনটাই অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেন, লোকে এখন ভাইপোর পিছনে থাকা পিসি এবং চাচাকেও চিনতে পেরেছে। বিজেপির বেলুন চুপসে গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। বিজেপি শুভেন্দু অধিকারীকে নেতা মানে না বলেও মন্তব্য করেন তিনি।

মহঃ সেলিম বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পরেই পুলিশের গোয়েন্দা বিভাগ ছাড়াও একের পর এক তদন্ত কমিটি তৈরি করেছিল। কিন্তু বামেদের বিরুদ্ধে কোনও প্রমাণই তারা পায়নি। তিনি বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের বাম শাসন, সিপিআইএম, লাল ঝান্ডাকে মানুষের স্মৃতি থেকে মুছে দিতে চেয়েছিল, বর্তমান পরিস্থিতিতে বলা যায়, আগেকার সরকারের আমলে সুষ্ঠু নীতি, রাজত্ব ও সুশাসন ছিল। বর্তমানে ভাইপোর অফিসে ইডি-সিবিআই গেলেই সব টেন্ডারের কপি পেয়ে যাবে বলেও কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক।

মহঃ সেলিম বলেছেন, যেখানেই কোনও কিছু নিয়ে তৃণমূল-বিজেপি রেষারেষি করবে, সেখানেই সবকিছু ধামা-চাপা পড়ে যাবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের দাঁড়িভিটে দুডনের গুলিতে মৃত্যুর কথা উল্লেখ করেন তিনি। এরপর নারদা-সারদার কথাও তিনি উল্লেখ করেন। কামদুনি কাণ্ডেও এ টিম বি টিমের খেলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এখানেই শুভেন্দু-মমতা-ভাইপোর মধ্যে সম্পর্ক বলে মন্তব্য করেন তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, চাকরি দুর্নীতিতে যেন এইরকম না হয়, তার জন্য চাকরি প্রার্থীরা ধর্নায় বসছেন, অন্যদিকে বামপন্থী আইনজীবীরা লড়াই চালিয়ে যাচ্ছেন।

সিপিআইএম রাজ্য সম্পাদক এদিন অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিহার-উত্তর প্রদেশের মতো। মস্তান রাজ কায়েম হয়েছে। বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। তিনি বলেন, রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বগটুইতে ঢুকতে পারছেন না, তাহলে পরিস্থিতি কী রকমের?

সুপারিশের চাকরি নিয়ে তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ নিজের বাবা স্বর্গীয় কমল গুহকেই কাঠগড়ার দাঁড় করাচ্ছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে সেলিম বলেন, কমল গুহ বেঁচে থাকার সময়েই হয়তো দুজনের মধ্যে কোন্দল ছিল। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে মৃত বাবা-মাপ পিণ্ড দান না করলেও পিণ্ডি চটকায় না। কিন্তু এক্ষেত্রে তাই করা হয়েছে।

কোনো জায়গায় সমবায় সমিতি কিংবা মাদ্রাসার নির্বাচনে বামপন্থীরা জয়ী হচ্ছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে মহঃ সেলিম বলেন, ২০১৯ ও ২০২১-এর নির্বাচনে টাকা দিয়ে বিজেপি নামক হাইড্রোজেন বেলুন তৈরি করা হয়েছিল, যা চুপসে গিয়েছে। রাজ্য থেকে তৃণমূলকে তাড়াতে পারে লালঝাণ্ডাই বলেছেন তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, দলের তরফে স্লোগান তোলা হয়েছিল গ্রাম জাগাও, চোর তাড়াও। ফলে যেখানেই সুযোগ পাচ্ছে, সাধারণ মানুষ তৃণমূলকে পরাস্ত করছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!