সঞ্জিতা চানু ডোপিংয়ের ফাঁদে!

0 0
Read Time:4 Minute, 0 Second

নিউজ ডেস্ক::কমনওয়েলথ গেমসে দু-বারের সোনাজয়ী সঞ্জিতা চানু ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নির্বাসিত হলেন। গত বছর গুজরাতে জাতীয় গেমস চলাকালীন সঞ্জিতার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি এই ভারোত্তোলক। তারই জেরে সঞ্জিতার এই শাস্তির কথা জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি।

সঞ্জিতার নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রসটানোলোন মেটাবলাইট পাওয়া গিয়েছে। যা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির দ্বারা নিষিদ্ধ। গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে জাতীয় গেমস হয়। সেখানে অংশ নেন সঞ্জিতা। প্রতিযোগিতার মাঝেই নমুনা সংগৃহীত হয়েছিল। ভারতীয় ভারোত্তোলন সংস্থার সভাপতি সহদেব যাদব সঞ্জিতার নির্বাসনের সত্যতা স্বীকার করে নিয়েছেন। জাতীয় গেমসে রুপো জিতেছিলেন সঞ্জিতা। এবার তা তাঁকে খোয়াতে হচ্ছে।

সঞ্জিতা এখনও তাঁর শাস্তি নিয়ে মুখ খোলেননি। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে সঞ্জিতা সোনা জিতেছিলেন। ২০১৮ সালে গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসে তিনি ৫৩ কেজি বিভাগে সোনা জেতেন। চার বছরের জন্য নির্বাসিত হলেও শাস্তির এই নিদান পুনর্বিবেচনার জন্য আর্জি জাবনাতে পারবেন মণিপুরী ভারোত্তোলক। তবে সেই পথে হাঁটবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

তবে এই প্রথম কিন্তু ডোপিংয়ের ফাঁদে জড়াননি সঞ্জিতা। উদাহরণ আগেও রয়েছে। ২০১১ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী সঞ্জিতাকে ২০১৮ সালে ডোপিংয়ের জন্য নির্বাসনে পাঠায় আন্তর্জাতিক ওয়েটলিফটিং ফেডারেশন। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড টেস্টোস্টেরন মেলার বিষয়টি সামনে আসার পর। যদিও ২০২০ সালে সেই শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

ফের ডোপ টেস্টে জড়িয়ে পড়ার পরিস্থিতি জানতে পেরে গত জানুয়ারিতে সঞ্জিতা সংবাদসংস্থা পিটিআইকে বলেছিলেন, ডোপিংয়ের শাস্তি সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে। কেন আমি ফের সেই পথে হাঁটব? আমি আবেদন করব কিনা ঠিক করিনি। যদি শাস্তি প্রত্যাহারের আবেদন করি তাতেও নিজেকে কলঙ্কমুক্ত করতে অনেকটা লময় লাগবে। তাতে এশিয়ান গেমস বা অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হবে। আবার আবেদন না করলে নির্বাসিতও হব। ফলে দুই দিক দিয়েই আমার ক্ষতি।

সঞ্জিতা নিজেকে নির্দোষ বলেও দাবি করেছিলেন গত জানুয়ারিতে। তিনি বলেন, আগে যখন ডোপিংয়ের অভিযোগ উঠেছিল তারপর থেকে ডায়েট-সহ সব কিছু বিষয়েই সতর্কতা অবলম্বন করে চলি। সাপ্লিমেন্ট গ্রহণের সময়ও দেখে নিই এগুলিতে নিষিদ্ধ কিছু রয়েছে কিনা। ফলে আমি বুঝতে পারছি না কীভাবে এ সব হলো!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!