দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ
নিউজ ডেস্ক::এপ্রিল মাসের শুরু থেকেই করোনা ভাইরাস নিয়ে দেশবাসী নাজেহাল হয়ে পড়েছেন। ক্রমশই বেড়ে চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে বাড়ছে সক্রিয় কেসের সংখ্যা। সব কিছু মিলিয়ে জেরবার হয়ে উঠছেন মানুষ। ফের সপ্তাহের তৃতীয় দিনে, বুধবার ঊর্ধ্বমুখী হয়েছে করোনা গ্রাফ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৩৯৮ জন। কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লিতে মোট ছয়জন, মহারাষ্ট্র ও রাজস্থানে তিন জন, হরিয়ানা ও উত্তরপ্রদেশে দুইজন ও ওড়িশা, গুজরাট, ছত্তিশগড়ে একজন ব্যক্তি ও কেরলে দশ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গিয়েছে।
পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার সক্রিয় কেসের সংখ্যা। সংখ্যা দাড়িয়েছে ৬১ হাজার ১৩ জন। বাড়ছে সক্রিয় কেসের হারও। ১৪ শতাংশ দাঁড়াল সক্রিয় কেসের হারও।
তবে এই পরিস্থিতির মাঝেও অনেক মানুষই কিন্তু করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬৭ জন। করোনা থেকে মোট সুস্থ হওয়ার ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৩ লক্ষ ২৩ হাজার ৪৫ জন। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৮ শতাংশ। সুস্থতার হার দাড়িয়েছে ৯৮.৬৮ শতাংশ।
ভারতে ২৫ এপ্রিল সামান্য করোনা গ্রাফ নিম্নমুখী হয়েছে। সংখ্যা দাঁড়িয়েছিল ৬ হাজার ৬৬০ জন। দেশে সংক্রমণের সংখ্যা ছিল ৭ হাজার ১৭৮ জন। যেখানে ২৩ এপ্রিল করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১১২ জন।
এর আগে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব রাজেশ ভূষণ জানান, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে সক্রিয় কেসের সংখ্যাও। কেরল, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং রাজস্থানে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ক্রমশ বাড়ছে ইতিবাচকতার হারও। বর্তমানে নতুন করে করোনা আক্রান্তের ৯২ শতাংশ হোম আইসোলেশনে রয়েছে।