২০০ বেশি আসন নিয়েও তৃণমূল কেন ভীত, বললেন শুভেন্দু

0 0
Read Time:4 Minute, 17 Second

নিউজ ডেস্ক::তৃণমূল কংগ্রেসে একুশের বিধানসভা নির্বাচনে ২০০ বেশি আসনে জয়ী হয়েছে। তারপর পুরসভা নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচনে জিতেছে শুধু সাগরদীঘি ব্যতিক্রম। তারপরও কেন তৃণমূল কংগ্রেস ভীত, তা নিয়েই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনের আগে তিনিই কারণ দর্শালেন।

শুভেন্দু বলেন, আগামীদিনে দুটি নির্বাচনের মোকাবিলা করতে হবে রাজ্যে। একটি পঞ্চায়েত নির্বাচন, তারপর ২০২৪-এর লোকসভা নির্বাচন। এই দুই নির্বাচনের আগে তৃণমূলের ভয় দেখে খুশি শুভেন্দু। তিনি বলেন, ২০০ বেশি আসন নিয়েও ভীত তৃণমূল। তাই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রাসাদের মতো বাস নিয়ে বেরিয়ে পড়েছেন। সেখানে আবার ব্যালট উল্টে দিয়েছে এক দল।

শুভেন্দু বলেন, মোদীজি বাংলায় ৫০ লক্ষ বাড়ি দিয়েছে। যতক্ষণ না হিসেব দেবে রাজ্য, ততক্ষণ পর্যন্ত ভারত সরকার টাকা দেবে না। শুভেন্দু কটাক্ষ করেন, ধেড়ে ইঁদুর, জনজোয়ার যাত্রা হবে না, হবে তিহার যাত্রা। কয়লা ঝেড়ে শেষ তৃণমূল। তাই তো তৃণমূল ভয় পেয়েছে।

শুভেন্দু আরও বলেন, কালিয়াগঞ্জের রাজবংশী পরিবারের একটি নাবালিকাকে নির্যাতন করে খুন করা হয়েছে। কালিয়াগঞ্জের থানা জ্বলছে। ভাইপো ব্যালট বাক্স নিয়ে গিয়েছিল। সিতাই ও সাহেবগঞ্জে ব্যালট ভেঙে দিয়েছে। তাই তো তৃণমূল ভয় পেয়েছে।

এরপর শুভেন্দু বলেন, মাঠে নামুন,বাংলাকে বাঁচাতে হবে। পিসিমণি কালিয়াগঞ্জ কবে যাবে, সে প্রশ্নও তুলে দেন বিরোধী দলনেতা। তিনি সাবধান করে দেন, কেউ যেন বেশি বাড়াবাড়ি না করেন। বাড়াবাড়ি করলেই কেষ্টর মতো অবস্থা হবে। বর্ধমানের জামালপুরে বিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসে বলেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী পূর্ব বর্ধমানের জামালপুরের জেলা বিজেপির পক্ষ থেকে একটি মিছিল ও পথসভায় অংশ নেন। তিনি পুলমাতা থেকে মিছিল শুরু হয়ে জামালপুর বাজার ঘুরে হরেকৃষ্ণ কোঙার সেতুর মুখে একটি পথসভা করেন। মঙ্গলবার সেই পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী-সহ অনেকে।

মঙ্গলবার বক্তব্যের শুরুতেই শুভেন্দু অধিকারী ‘পিসি ভাইপোর’ কথা বলেন। তাঁর বক্তব্যে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল প্রসঙ্গও টানেন। জামালপুরের তৃণমূল নেতাদের হুকার দিতেও শোনা যায় তাঁকে। শুভেন্দু বলেন, ‘কেউ যেন বেশি বাড়াবাড়ি না করে। বাড়াবাড়ি করলেই কেষ্টর মতো অবস্থা হবে’।

বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে তিনি বলেন পঞ্চায়েত ভোটের নোমিনেশন করতে না পারলে যেন তাঁকে খবর দেওয়া হয়। তিনি খবর পেলে নোমিনেশন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রীকে যথারীতি প্রাক্তন মুখ্যমন্ত্রী করার কথাও বলেন তাঁর বক্তব্যে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!