পাথিরানাকে পরামর্শ প্রাক্তন শ্রীলঙ্কার পেসারের

0 0
Read Time:3 Minute, 53 Second

নিউজ ডেস্ক::মহেন্দ্র সিং ধোনির পর এবার চামিন্ডা ভাস। লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার জন্য মাথিশা পাথিরানাকে পরামর্শ দিলেন শ্রীলঙ্কার প্রাক্তন পেসার। চলতি আইপিএলে তরুণ প্রতিভাদের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছেন শ্রীলঙ্কার এই পেসার। তাঁর বোলিং অ্যাকশনের জন্য ইতিমধ্যেই বেবি মালিঙ্গার তকমাও পেয়েছেন পাথিরানা। ডেথ ওভারে তাঁর কার্যকরী বোলিংও নজর কেড়েছে সবার।

মাথিশার সবচেয়ে আকর্ষনীয় হল তাঁর বোলিং অ্যাকশন। তাঁর বোলিংয়ে মিল পাওয়া যায় মালিঙ্গার সঙ্গে। রান আপ থেকে শুরু করে বল করা, সবেতেই যেন তাঁর দেশের কিংবদন্তি বোলারকে ছুঁয়ে যান তরুণ লঙ্কান পেসার। আইপিএলের মঞ্চে তাঁর অ্যাকশন, নিখুঁত ইয়র্করে ঘুম উড়িয়েছেন তাবড় তাবড় ব্যাটসম্যানের। ঝুঁকিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য পাথিরানাকে লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ধোনি।

সিএসকে অধিনায়ক জানিয়েছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ও এমন একজন ক্রিকেটার যাঁর লাল বলের ক্রিকেট খেলা উচিত নয়।টেস্ট ক্রিকেটের ধারেকাছে যাওয়াও উচিত নয়। এমনকী সাদা বলের ক্রিকেটেও খুব বেছে ম্যাচ খেলা উচিত। ওর আইসিসির ইভেন্টগুলি খেলা উচিত।’

দলের তরুণ পেসারের ভূয়সী প্রশংসা করে ধোনি আরও বলেন, ‘আগামীদিনে ও শ্রীলঙ্কা দলের সম্পদে পরিণত হতে পারে। তার জন্য ফিট থাকাটা জরুরি। যখন প্রথমবার দেখেছিলাম তখন রোগা পাতলা ছিল। এ বার কিছুটা মাসল দেখা যাচ্ছে। আগের থেকে শক্তিশালী হয়েছে। আমার মতে শ্রীলঙ্কার হয়ে ও বহুবছর খেলা চালিয়ে যাবে।’

এই একই সুর শোনা গেল চামিন্ডা ভাসের গলাতেও। ভাস বলেছেন, ‘এক বছর আগে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার সময় পাথিরানাকে দেখে আমারও একই কথা মনে হয়েছিল। সীমিত ওভারের ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ রাখা দরকার। সব ফর্ম্যাটে খেললে ওর সার্ভিস বেশি দিন পাওয়া যাবে না।’

এর কারন প্রসঙ্গে ভাস বলেছেন, ‘ওর বোলিং অ্যাকশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একদমই ব্যতিক্রমী। এই বোলিংয়ের জন্য চূড়ান্ত ফিট থাকাটা জরুরি। ৪,৫ ওভার বোলিং ওর জন্য ঠিক আছে। এর থেকে বেশি বোলিং করলেই ওর জন্য সমস্যা হতে পারে। আমি ধোনির সঙ্গে এই বিষয়ে সহমত।’

২০২০ সালের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হয়ে গিয়েছিল পাথিরানার। সেই সময় একটি ভিডিওতে পাথিরানার বোলিং দেখেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি। জহুরির চোখ রত্ন খুঁজে নিতে ভুল করেনি। চলতি আইপিএলে পাথিরানাকে দলে নিয়ে চমক দেয় চেন্নাই সুপার কিংস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!