গিলকে বিরাট সার্টিফিকেট রোহিতের

0 0
Read Time:2 Minute, 54 Second

নিউজ ডেস্ক::আইপিএল ফাইনালের আগে শুভমানে মোহিত ভারতীয় ক্রিকেট। বিরাটের উত্তরসূরির তকমা আগেই পেয়ে গিয়েছিলেন পাঞ্জাবের তরুণ তুর্কি। শুক্রবার মোতেরায় শতরানের পর ভারতীয় ক্রিকেটে নতুন প্রিন্স উপাধিও তাঁর নামের পাশে। গিল শুধু নিজের দলের অধিনায়কের বিরাট প্রশংসাই পেলেন না, একইসঙ্গে সার্টিফিকেট পেলেন প্রতিপক্ষ দলনেতারও। গিল বন্দনায় সরব হার্দিক পাণ্ডিয়া থেকে রোহিত শর্মা।

গুজরাতের আইপিএল ফাইনালে ওঠার পিছনে বড় অবদান রয়েছে শুভমানের। ওপেনিংয়ে নেমে তাঁর ব্যাট ভরসা দিয়েছে বেশিরভাগ ম্যাচেও। শুক্রবার মোতেরায় মুম্বইয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে আরও একবার জ্বলে উঠেন শুভমান। তাঁর ব্যাটে ভর করেই জয়ের ভিত গড়ে গুজরাত।

ম্যাচ শেষে গুজরাত অধিনায়ক হার্দিকও উচ্ছসিত শুভমানকে নিয়ে। গিলকে ভারতীয় ক্রিকেটের নতুন সুপারস্টার তকমাও দিয়ে দিলেন পাণ্ডিয়া।
গুজরাত অধিনায়কের কথায়, ‘ইনিংসের কোনও মুহূর্তেই মনে হয়নি গিল তাড়াহুড়ো করছে। একটা মুহূর্তের জন্যও মনে হয়নি ও খেলার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। গিলের খেলা দেখে মনে হচ্ছিল যেন ওকে কেউ নেটে থ্রো-ডাউন দিচ্ছে আর ও শুধু শট খেলছে। আমার কাছে ও সুপারস্টার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই শুধু নয়, ভারতীয় ক্রিকেটেও বড় কিছু হতে চলেছে।’

গিল ম্যাচ শেষেই উল্লেখ করেছেন এটাই চাঁর আইপিএলের সেরা ইনিংস। তাঁর অধিনায়ক আবার একধাপ এগিয়ে বললেন, ‘ও যে ভাবে পরিষ্কার প্ল্যানিং নিয়ে ব্যাট করছে, আত্মবিশ্বাস অসাধারণ। আমার দেখা অন্যতম সেরা টি-টোয়েন্টি ইনিংস এটাই।’

গিল ম্যাচ শেষেই উল্লেখ করেছেন এটাই চাঁর আইপিএলের সেরা ইনিংস। তাঁর অধিনায়ক আবার একধাপ এগিয়ে বললেন, ‘ও যে ভাবে পরিষ্কার প্ল্যানিং নিয়ে ব্যাট করছে, আত্মবিশ্বাস অসাধারণ। আমার দেখা অন্যতম সেরা টি-টোয়েন্টি ইনিংস এটাই।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!