বাতিল একাধিক ট্রেন

0 0
Read Time:3 Minute, 8 Second

নিউজ ডেস্ক::ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন। বেশ কিছু ট্রেন ঘুরিয়েও দেওয়া হয়েছে বলে রেল ( Odisha Train Accident) সূত্রের খবর। তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে ওড়িশার বালেশ্বরে। উদ্ধারকাজ মোটামুটিভাবে শেষ করা সম্ভব হলেও লাইনে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া বগি।

সে বগি লাইন থেকে না সরানো অবধি ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। রাতেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। পরে সকালে আরও একটি তালিকায় দেওয়া হয়েছে রেলের তরফে।

পুরী-হাওড়া-পুরী। কবে পরিষেবা শুরু করা যাবে সে বিষিয়ে কোনও নিশ্চিয়তা পাওয়া যায়নি। এছাড়াও আজ বাতিল হয়েছে – কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট। জাজপুর কেওনঝড়-খড়গপুর এক্সপ্রেস। ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস। খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস। কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। খড়গপুর-ভদ্রক। চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস।

শুক্রবার রাতেই বেশ কিছু ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় ছিল,

ইস্ট কোস্ট এক্সপ্রেস। বালেশ্বর – ভুবনেশ্বর মেমু। বাংরিপোসি – পুরী ইন্টারসিটি সুপারফাস্ট। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বালেশ্বর – ভদ্রক মেমু। হাওড়া – তিরুপতি হামসফর এক্সপ্রেস। খড়গপুর – ভদ্রক মেমু। জলেশ্বর – পুরী মেমু। খড়গপুর – খুরদা এক্সপ্রেস।

এই অবস্থায় ক্রমশ চাপ বাড়ছে হাওড়া এবং শালিমার স্টেশনে। ভিড় বাড়ছে মানুষের। রেল আধিকারিকদের একাংশের মতে, পরিস্থিতি খুবই জটিল। একটা বগির উপর আরেকটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এমনকি রেল লাইন একেবারে ভেঙে গিয়েছে। সমস্ত কিছু সারাই করতে বেশ কিছুটা সময় লেগে যাবে বলে দাবি রেল আধিকারিকদের।

তবে এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়। যদিও এই বিষয়ে এখনই কোনও নিশ্চিয়তা তিনি দিতে পারেনি। জানিয়েছেন, কবে পরিষেবা স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব নয়। অন্যদিকে রেলমন্ত্রীও দ্রুত উদ্ধারকাজের উপরেই জোর দিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!