রাজ্যে ২ কোভিড আক্রান্তের মৃত্যু
নিউজ ডেস্ক::হঠাৎ করে জেগে উঠল করোনা। বর্ধমান হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২ রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিশ্বই প্রায় মহামারী মুক্ত হয়ে গিয়েছে। রবিবার সন্ধেবেলা এবং সোমবার সকালে ২ কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বর্ধমান হাসপাতালে।
ইতিমধ্যেই জেলায় জেলায় ডেঙ্গির থাবা চওড়া হয়েছে এবার। বাড়ছে ডেঙ্গিতে মৃত্যুও। কলকাতা শহরের চেয়ে জেলায় এবার ডেঙ্গি সংক্রমণ বেশি হওয়ায় উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দফতরও। পুরসভা এবং গ্রামপঞ্চায়েতগুলিকে সতর্ক করা হয়েছে। এবার আবার কনজান্টিভাইটিসের মাত্রাও বেড়ে গিয়েছে। হঠাৎ করে ঘরে ঘরে কনজান্টিভাইটিসের সংক্রমণ দেখা দিচ্ছে।
হঠাৎ করে ২ কোভিড রোগীর মৃত্যুতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই নতুন করে করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে আবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বাড়ছে জেলায়। নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছিল জনজীবন। বিশ্বের সিহভাগ এ লাকাই করোনামুক্ত হয়ে গিয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছিল মহামারী এখন প্রায় শেষের পথে।
যদিও গত কয়েক দিনে আমেরিকায় নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। করোনার নতুন ভ্যারিেয়ন্ট মার্স করোনাতে আক্রান্ত হয়েছেন অনেকেই। মহামারী পর্যায়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকাতেই। তারপরে ইউরোপের দেশগুলিতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল। তুলনামূলক ভাবে এশিয়ার দেশগুলি অনেকটাই সামলে নিয়েিছল করোনা ভাইরাসের সংক্রমণ।
ভারত করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছে। সেই সঙ্গে জেলাগুলিও করোনা মুক্ত হয়ে উঠেছে। করোনা সংক্রমণ রাজ্যে তেমন কোথাও নেই বললেই চলে। কিন্তু হঠাৎ করে বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে রোগীর ভর্তি হতে শুরু করায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে কোন ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ালো তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও যাঁদের মৃত্যু হয়েছে তারা সকলেই কোমরবিড ছিলেন।