গ্র্যান্ডস্লামের চূড়ায় জকোভিচ

0 0
Read Time:3 Minute, 52 Second

নিউজ ডেস্কঃ ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব জিতে টেনিস দুনিয়ায় রূপকথার নায়ক এখন জকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ফলে হারিয়ে দিলেন সার্বিয়ান তারকা। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন জকোভিচ। অধরা লক্ষ্যপূরণ মার্কিন মুলুকেই সেরে ফেললেন জকোভিচ।

৩৬ বছর বয়সে নতুন এক কীর্তির মালিক হলেন সার্বিয়ান তারকা। আগেই রজার ফেডেরার, রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন।এবার পুরুষ, মহিলা নির্বিশেষে সবথেকে বেশি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম জয়ী মার্গারেট কোর্টকে ছুঁলেন।দু’বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। সেই ম্যাচের বদলা নেওয়া বাকি ছিল ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। সোমবার ভোরে বদলা নিলেন সেই সঙ্গেও রেকর্ডও গড়লেন।

ম্যাচের শুরু থেকেই বিশ্বে দ্বিতীয় ও তৃতীয় টেনিস তারকার মধ্যে টান টান লড়াই চলতে থাকে। তবে প্রথম সেটেই জোকার বুঝিয়ে দেন, নিঁখুত টেনিস খেলবেন তিনি। ৬-৩ ফলে জিতে নেন প্রথম সেট। প্রথম সেট জিতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিলেন সার্বিয়ান তারকা।

রুদ্ধশ্বাস হল দ্বিতীয় সেট। এক ঘণ্টা ৪৪ মিনিট ধরে ওই সেটে লড়লেন জকোভিচ এবং মেদভেদেভ। একে অপরের সার্ভিস ভাঙতে পারছিলেন না। লম্বা শট খেললেন। দ্বিতীয় সেটে টাইব্রেকারে গড়ালেও মাথা ঠাণ্ডা রেখেই সেটের দখল নেন জোকার।দ্বিতীয় সেটের পর বিরতি নিয়েছিলেন তিনি। ফিরে এলেন দ্রুত ম্যাচ শেষ করার মানসিকতা নিয়ে। তবে নির্ণায়ক সেটে অবশ্য ৬-৩ ফলেই মেদভেদেভকে উড়িয়ে দিলেন সার্বিয়ান তারকা।

বয়স এখন ৩৬, ফলে একটা সময় মনে হচ্ছিল ক্লান্তি গ্রাস করছে জকোভিচকে। কিন্তু তাতেও কখনও ভেঙে পড়েননি তিনি। ফাইনাল জয়ের কাজটা সম্পূর্ণ করেন। চতুর্থ বার ইউএস ওপেন জেতেন। হার্ড কোর্টে এটি তাঁর ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়। বয়স যে একটা সংখ্যা মাত্র আরও প্রমাণ করলেন জকোভিচ।

নতুন ইতিহাস গড়ে জকোভিচ বলেন, ‘টেনিসে ইতিহাস গড়ে ভাল লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। যখন আমার সাত বছর বয়স, তখন ভাবতাম বড় হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হব। উইম্বলডন জিতব। সেটাই ছিল আমার এক মাত্র স্বপ্ন। পরে যদিও অনেক কিছু বুঝতে শিখি। তখন আমার লক্ষ্য পাল্টে যায়। নতুন স্বপ্ন দেখতে শুরু করি। কখনও ভাবিনি এখানে দাঁড়িয়ে ২৪টা গ্র্যান্ড স্ল্যাম জয় নিয়ে কথা বলব।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!