লা লিগার সঙ্গে চুক্তিতে কতটা উন্নতি করবে বাংলার ফুটবল?
নিউজ ডেস্কঃ বিগত কয়েক বছর ধরেই বাংলার ফুটবলে স্প্যানিশদের রমরমা। দুই প্রধানের কোচ থেকে ফুটবলারের তালিকায় একাধিক স্প্যানিশ নাম। স্পেনীয় ফুটবলের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীরতর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আলাপচারিতা হয় সেখানে। পাশাপাশি একটি মউ চুক্তিও সাক্ষরিত হয়।
চুক্তি অনুসারে বাংলায় রাজ্য সরকারের দেওয়া জমিতে অ্যাকাডেমি তৈরি করবে লা লিগা। এমনকি পরিকাঠামো গত দিক থেকেও বাংলার ফুটবলকে উন্নতির জন্য সাহায্য করে বিশ্বের প্রথম সারির এই লিগ। এই চুক্তিতে কতটা লাভাবাযন হবে বাংলার ফুটবল? কীভাবে এই চুক্তিকে দেখছেন বাংলার প্রাক্তন ফুটবলাররা? বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয় এই প্রতিবেদনে।
প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ওয়ান ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘একটা উন্নত ফুটবল দেশের সঙ্গে অনুন্নত দেশের যে কোনও চুক্তি হলেই সেটা কিছুটা হলেও সুবিধা দেবে। তবে দেখতে হবে ওদের সঙ্গে আমাদের কী ধরনের চুক্তি হয়েছে। পরিকাঠামো আমাদের রাজ্যে আছে, কিন্তু প্রতিভার অণ্বেষণ কীভাবে হবে সেটা দেখতে হবে।’
একইসঙ্গে প্রাক্তন এই ফুটবলার উল্লেখ করেন, ‘আমি যতদূর জেনেছি, ওদের পাঠানো প্রশি্ক্ষকরা আমাদের এখানকার কোচদের প্রশিক্ষণ, পরিকাঠামোর দিক থেকে উন্নতির জন্য পরামর্শ দেবে। এটা খুবই ভালো দিক। তবে চুক্তির বিষয়টা বিস্তারিত জানা যাবে স্পেন সফর থেকে ফিরলেই।’
তবে প্রাক্তন ফুটবলার কৃষেন্দু রায় এই বিষয়ে বলেছেন, ‘লা লিগার সঙ্গে চুক্তি হয়েছে মানেই ভারত তথা বাংলার ফুটবল উন্নতি করবে এটা ভাবার কারণ নেই। চুক্তি কী হয়েছে সেটা জানতে পারলে ভালো হত। ওরা কী কোচ পাঠাবে বা এখানকার ফুটবলারদের ওখানে গিয়ে অনুশীলনের সুযোগ পাবে কিনা?’
একইসঙ্গে তিনি উ্ল্লে খ করেন, ‘বর্তমানে ক্লাব কর্তাদের হাতে ফুটবল নেই, পুরোটাই ইনভেস্টরদের হাতে। তার পরেও বলব যদি বাংলার ছেলেরা বার্সা বা রিয়ালে গিয়ে অনুশীলনের সুযোগ পায় তবে সেটা এখানকার ফুটবলের জন্য ইতিবাচক দিক হবে। তবে শুধু শুধু বাংলা নয় গোটা ভারতের জন্য নিয়ে করলে আরও ভালো হবে। এটা ভালো উদ্যেগ, আমি স্বাগত জানাচ্ছি।’
দীপেন্দু বিশ্বাস বিশ্লেষণ , ‘এটা বাংলার ফুটবলের জন্য বড় খবর। লা লিগা থেকেই মেসির মতো ফুটবলার উঠে এসেছে। সেই লা লিগার অ্যাকাডেমি যদি বাংলাতে হয় তাহলে এখানকার ফুটবলকে উন্নতি করতে আরও সাহায্য করবে। এই উদ্যেগের জন্য মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’
স্পেন সফরে লা লিগা কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফুটবলের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় লা লিগা কর্তাদের। কলকাতার তিন প্রথম সারির ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রতিনিধিরা ছিলেন এই অনুষ্ঠানে। লাতিনদের সরিয়ে বর্তমানে সেখানে স্প্যানিশ সাম্রাজ্য। স্পেনের কোচ, ফুটবলারদের ছড়াছড়ি ভারতীয় ফুটবলে। তাই এবার রাজ্য সরকারের দৌত্য ও সমর্থনে আরও একটা চমকের আশা করা যেতেই পারে।
বাংলার ফুটবলে স্প্যানিশ কানেকশন অবশ্য প্রথম নয়। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কলকাতার ফ্র্যাঞ্চাইজির সেতুবন্ধন সেদিন ভারতীয় ফুটবলে চমকে তৈরি করেছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।এই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ও লা লিগার প্রেসিডেন্ট ছাড়াও ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
লা লিগা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা কলকাতায় আসুন। জমি নিয়ে কোনও চিন্তা নেই। কোনও কিছু নিয়েই আপনাদের ভাবতে হবে না। সরকার সব রকম সাহায্য করবে। আমাদের শুধু একটাই চাওয়া। যেভাবে আপনারা মেসি-রোনাল্ডে তৈরি করেছেন, তেমনই কলকাতার ছেলেদের মধ্যে থেকেও মেসি, রোনাল্ডো গড়ে তুলুন। ওরা সত্যিই ফুটবল ভালবাসে।”