এশিয়া কাপে পাকিস্তানকে পিছিয়ে দিলো বাংলাদেশ
Read Time:1 Minute, 20 Second
নিউজ ডেস্কঃ
এশিয়া কাপে নিয়ম রক্ষার লড়াইয়ে বাংলাদেশের কাছে ভারতের পরাজয়। কিন্তু এই পরাজয় পাকিস্তানকে ছিটকে দিলো এশিয়ার সুপার ফোরের মধ্যে চতুর্থী স্থানে। বাংলাদেশ উঠে আসলো তৃতীয় স্থানে। বাংলাদেশ সুপার ফোরের প্রথম জয়টি পেল আজ। শেষ চারটি ওডিআইয়ের মধ্যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এটি তৃতীয় জয়। টাইগারদের জয়ে শেষ স্থানে চলে গেল পাকিস্তান।
এবছর এশিয়া কাপে এটাই খুবই বড়ো প্রাপ্তি বাংলাদেশের।
সুপার ফোরে বাংলাদেশ এবং পাকিস্তান ৩ ম্যাচে ২ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ৬ রানে জেতায় নেট রান রেটে পাকিস্তানকে টেক্কা দিয়েছে বাংলাদেশ। পাকিস্তান নেট রান রেট মাইনাস (-) ১.২৮৩, বাংলাদেশের মাইনাস (-) ০.৪৬৩। উল্লোসিত বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ।