জওয়ান-২ তৈরির ইঙ্গিত দিলেন পরিচালক অ্যাটলি
নিউজ ডেস্কঃ জওয়ান ছবির গতি বক্স অফিসে যেন থামছেই না। হু হু করে চড়ছে শাহরুখ জ্বর। সেই জওয়ান ছবি ইতিমধ্যেই বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। ৫০০ কোটিতে প্রায় পৌঁছে গিয়েছে শাহরুখের জওয়ান। বলিউডে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন শাহরুখ খান।
এরই মাঝে জওয়ান ছবির সিক্যুয়েল তৈরির ইঙ্গিত দিয়েছেন পরিচালক অ্যাটলি। দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার অ্যাটলির নির্দেশনাতেই জওয়ানের এই বিপুল সাফল্য। ওপেনিং ডেতেই ছক্কা হাঁকিয়েছে শাহরুখের জওয়ান। এর কৃতিত্ব যে শুধু তার নয় সেটা স্পষ্ট বলেছেন শাহরুখ খান। অ্যাটলির পরিচালনা আর টানটান উত্তেজনায় ভরা স্ক্রিপ্ট না থাকলে ছবি হিট হতো না।
জওয়ান ছবিটি ১০ দিনের মধ্যেই প্রায় ৫০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে জওয়ান। ইতিমধ্যেই মান্নতে সেলিব্রেশন পার্টি দিয়ে দিয়েছেন শাহরুখ খান। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দিপীকা পাড়ুকোন , নয়নতারা, পরিচালক অ্যাটলি থেকে ছবির সব কলাকুশলীরা। তার পর শোরগোল পড়ে গিয়েছে। বলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে শাহরুখ খানের জওয়ান।
এরই মধ্যে পরিচালক অ্যাটলি আবার জওয়ান ২ তৈরির ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি বলেছেন তবে তার জন্য পোক্ত স্ক্রিপ্ট হতে হবে। তবেই তিনি জওয়ান ছবিরক সিক্যুয়েল তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন। জওয়ানের সিক্যুয়েল যদি তৈরি হয় তাহলে শাহরুখ খান নিজেই সবচেয়ে বেশি উৎসাহী হবেন বলে জানিয়েছেন। তবে শাহরুখ খান জওয়ান থাকতে থাকতেই কি জওয়ান ছবির সিক্যুয়েল তৈরি হবে। এই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর জওয়ান ছবির সিক্যুয়েল তৈরি হলে বিজয় সেতুপতি সেই সিনেমায় থাকবে না। তার পরিবর্তে কে থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।