দেবীর আগমন ও গমন একই বাহনে ! কিসের ইঙ্গিত ?
নিউজ ডেস্ক::আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে। পাড়ায় পাড়ায় মন্ডপ। দেবী দুর্গার আবাহন। তবে এবারের দুর্গা পুজো-র পাশাপাশি থাকছে আর একটা চমক। মানে এবার পুজোর মধ্যেই পড়ছে ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। স্বাভাবিক ভাবেই এবারের পুজোয় বাড়তি উন্মাদনা তো থাকবেই।
দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট: মহালয়া- ১৪ ই অক্টোবর। এদিন পিতৃপক্ষের অবসান ঘটে আর দেবীপক্ষের সূচনা হয়। মহাষষ্ঠী- ২০ শে অক্টোবর শুক্রবার, মহাসপ্তমী- ২১ শে অক্টোবর শনিবার, মহাঅষ্টমী- ২২ শে অক্টোবর রবিবার, মহানবমী- ২৩ শে অক্টোবর সোমবার, বিজয়া দশমী- ২৪ শে অক্টোবর।
তবে এই বছর মহাসপ্তমী শনিবার পড়ায় দেবীর আগমন হবে ঘোড়ায়। আর দেবীর ঘোড়ায় আগমন মানে “ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে”। এর মানে রাজায়-রাজায় বা রাষ্ট্রে-রাষ্ট্রে যুদ্ধ সূচিত হয়। আবার এই বছর বিজয়া দশমী মঙ্গলবার পড়ায় দেবীর গমন হবে ঘোড়াতেই। দেবীর আগমন ও গমন একই বাহনে হওয়ায় তা অত্যন্ত অশুভ ইঙ্গিতবাহী বলে আশঙ্কা করা হচ্ছে।