সংসদের বিশেষ অধিবেশন
নিউজ ডেস্কঃ সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে পাঁচ দিনের বিশেষ অধিবেশন। তার আগে রবিবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছিল সরকার। এই অধিবেশনে একাধিক বিল পেশের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর আটটি বিল পেশ করতে পারে সরকার।
নতুন সংসদ ভবনে একাধিক নতুন নিয়ম
নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হওয়ার পাশাপাশি একাধিক নিয়ম জারি হচ্ছে। নতুন করে সাংসদদের পরিচয় পত্র তৈরি করা হয়েছে। তাঁদের নতুন আইডি কার্ড দেওয়া হয়েছে। সকাল ১১টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের হাজির হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
৮ বিল পেশ হওয়ার সম্ভাবনা
জানা গিয়েছে, সংসদের বিশেষ অধিবেশনে ৮টি বিল পেশ করা হবে। তার মধ্যে রয়েছে দ্যা অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩, দ্যা প্রেস রেজিস্ট্রেশন অব পিরিওডিকাল বিল ২০২৩, ৩ অগাস্ট রাজ্যসভায় বিলগুলি পাস হয়ে গিয়েছে। এছাড়াও পোস্ট অফিস বিল ২০২৩ ও পেশ করা হবে এই অদিবেশনে। গত ১০ অগাস্ট বিলটি রাজ্যসভায় পেশ করা হয়েছে।
বিশেষ অধিবেশন নিয়ে জল্পনা
হঠাৎ করে কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল তা নিয়ে জল্পনা চলছে।
নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন
নতুন সংসদ ভবনে বসতে চলেছে বিশেষ অধিবেশন।