আজ গনেশ চতুর্থী – উৎসবে মেতেছে সমস্ত ভারতবাসী
নিউজ ডেস্ক::গনেশ চতুর্থীকে গনেশের জন্ম জয়ন্তী হিসাবেই পালন করা হয়। আজ গনেশ চতুর্থীতে সর্বত্র পুজোর উৎসব। বলা হয়,শিব এবং পার্বতীর পুত্র গজানন অর্থাৎ গনেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা হিসেবে পরিচিত। গণেশ পূজা ভারতের সর্বত্রই অনুষ্ঠিত হলেও, এই উৎসবটি বিশেষ করে কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র অথবা মুম্বাই, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্রিশগড় রাজ্যে খুবই ধুমধাম করে পালন করা হয়। তাছাড়া শ্রীলঙ্কাতে তামিল হিন্দুরাও এই গণেশ উৎসব ধুমধাম ভাবে পালন করে থাকেন।
মোদক ও লাড্ডু গনেশর প্ৰিয়। তাই গনেশ পুজোতে ভক্তরা মোদক দিয়ে পুজো করেন। মোদক হলো চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুর দিয়ে তৈরি বিশেষ একটি মিষ্টি। গণেশ পূজার ঠিক আগে মিষ্টির দোকানে এই মোদকের নানান বৈচিত্র দেখতে পাওয়া যায়। গণেশ চতুর্থী দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় দুই দিন ধরে, কিন্তু মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় টানা ১০ দিন ধরে এই উৎসবটি মহাসমারোহে পালিত হয়ে আসছে অনেক দিন আগে থেকে।
জীবনে অনেক সমস্যা থাকে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং যা বাধা-বিপত্তি আছে সেগুলি নাশ করেন সিদ্ধিদাতা গণেশ।
পুজোর সময় গণেশ বন্দনার পাশাপাশি অনেকেই গণপতি বাপ্পা মোরিয়া বলেন ধ্বনি দেন।