ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে হঠাৎ চমক প্রলয় পালের
নিউজ ডেস্ক::অবশেষে নাটকের যবনিতা পতন ঘটালেন বিজেপি নেতা প্রলয় পাল। নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকতে পারলেন না নন্দীগ্রামের বিজেপি নেতা। পুনরায় দলেই থাকতে চাওয়ার আর্জি জানিেয়ছেন তিনি।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা বলে ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই সাংবাদিক বৈঠক করে রাজনীতিতে থাকার কথাই জানালেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি নন্দীগ্রামের বাসিন্দা প্রলয় পাল।
কর্মীদের কথা ভেবে নতুনদের জায়গা করে দেওয়ার জন্যই রাজনীতি থেকে সরে যেতে চাইছিলেন প্রলয় পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলে নিজের ভাবনা থেকেই এই পোস্ট করেছিলাম। কর্মীদের কাছ থেকে ভালোবাসা ও তাদের কথা ভেবে তিনি রাজনীতি ছাড়ছেন না। কর্মীদের কথা ভেবে আমি সরে যেতে পারিনি। পদের জন্য আমি রাজনীতি করতে আসিনি। কর্মীদের কথা ভেবেই সিদ্ধান্ত পরিবর্তন করে দলে থাকার কথা জানান প্রলয় পাল।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল ফেসবুক পোস্টে প্রলয় পাল যা লিখেছিলেন সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন। তমলুকের সাংগঠনিক প্রধান প্রলয় পালের গতকালের ফেসবুক পোস্ট ঘিরে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছিল। লোকসভা ভোটের আগেই শুভেন্দুর গড়ে ভাঙনের ইঙ্গিত বলে সোশ্যাল মিডিয়ায় কানাঘুসো শুরু হয়ে গিয়েছিল।
কিন্ত তার পরেই আবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, ‘আমি রাজনীতিতেই আছি, রাজনীতিই করর।’ অর্থাৎ আপাতত রাজনীতি থেকে অবসর নেওয়ার তাঁর যে কোনও পরিকল্পনা নেই সেটা স্পষ্ট করে দিয়েছেন প্রলয় পাল। কর্মীদের ভালবাসার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা বলেছেন, ‘এভাবে দলের ক্ষতি দেখার থেকে বোধহয় মৃত্যু অনেক ভাল। আবেগপ্রবণ হয়েই পোস্ট করেছিলাম। কিন্তু যেভাবে বিভিন্ন জেলার কর্মীরা ফোন করেছেন, তাঁদের সেই অনুরোধ আমি ফেলতে পারিনি।’