অক্টোবরে ব্যাঙ্কে ১৬ দিন ছুটি

0 0
Read Time:3 Minute, 9 Second

নিউজ ডেস্কঃ কোনও গ্রাহক যদি অক্টোবরে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে অক্টোবরে ব্যাঙ্কের ছুটির কথা অবশ্যই জানতে হবে। কেননা এই মাসটি হল উৎসবের মাস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in October 2023)।

দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। অক্টোবর মাস সেই তালিকার বাইরে নয়। সে ব্যাপারে ব্যাঙ্কের গ্রাহককে অবশ্যই জানা উচিত, অক্টোবরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

নিচে অক্টোবর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা শেয়ার করা হচ্ছে। সেই ছুটির তালিকায় দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল

অক্টোবর ১: রবিবার
অক্টোবর ৮: রবিবার
অক্টোবর ১৪: দ্বিতীয় শনিবার
অক্টোবর ১৫: রবিবার
অক্টোবর ২২: রবিবার
অক্টোবর ২৮: চতুর্থ শনিবার
অক্টোবর ২৯: রবিবার

অক্টোবর ২: সোমবার, মহাত্মা গান্ধীর জন্মদিন
অক্টোবর ১২: রবিবার, নারকা চতুর্থী
অক্টোবর ১৪: শনিবার, মহালয়া (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা ছাড়াও কর্নাটক ও ওড়িশা)
অক্টোবর ১৫: রবিবার, ঘটস্থাপনা/ মহারাজা অগ্রসেন জয়ন্তী (পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান)
অক্টোবর ১৮: বুধবার, কাটিবিহু (অসম)
অক্টোবর ১৯: মঙ্গলবার, সম্ভৎসরি ফেস্টিভ্যাল(গুজরাত)
অক্টোবর ২১: শনিবার, দুর্গা পুজো (মহা সপ্তমী)
অক্টোবর ২২: রবিবার, দুর্গা পুজো (মহাষ্টমী)
অক্টোবর ২৩: সোমবার, দুর্গা পুজো (মহানবমী)/ আয়ুধ্যা পুজো
অক্টোবর ২৪: মঙ্গলবার, দুর্গা পুজো (বিজয়া দশমী)/ দশেরা

অক্টোবর ২৫: বুধবার, দুর্গা পুজো(দশাই)
অক্টোবর ২৬: বৃহস্পতিবার, দুর্গা পুজো(দশাই)
অক্টোবর ২৭: শুক্রবার, দুর্গা পুজো(দশাই)
অক্টোবর ২৮: শনিবার, লক্ষ্মী পুজো/পরগত দিবস
অক্টোবর ৩১:মঙ্গলবার, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন

ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in October 2023) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!