আজকের আবহাওয়া
নিউজ ডেস্কঃ গত দু’তিন দিনি অবিরাম বর্ষনের পড়ে সোমবার সকালে প্রথমিকভাবে দক্ষিণ বঙ্গে সূর্যের মুখ দেখা গেছে। কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজকেও দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এখনো সক্রিয়। তাই এই মুহূর্তে বৃষ্টি থেকে রেহাই নেই।
বেলা বাড়লেই আকাশের মেঘ বিস্তার করবে দক্ষিণ বঙ্গে । হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার বীরভূম ও মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে কোনো কোনো জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস এটাও জানিয়েছে আজ বিকেল থেকে ঘনীভূত নিম্নচাপ সরে গেলে রাতের দিক থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গ এই মুহূর্তে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। আরও দুএকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো জেলায় । আগামী ২৮ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর সেটি নিম্নচাপে পরিনত হবে। আরও ২-৩ দিন উত্তরে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর এই জেলা গুলিতে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে।
আজও ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহারে। এর জেরে ভারী জারি থাকছে সতর্কতা।