মোনালি ঠাকুর ভেঙে পড়েছে তার সন্তানের জন্য

0 0
Read Time:2 Minute, 21 Second

নিউজ ডেস্কঃ মোনালি ঠাকুর এখন ভারতীয় সংগীত জগতে প্রতিষ্ঠিত একজন গায়িকা। সম্প্রতি তার পরিবারের নেমে আসে এক মর্মান্তিক ঘটনা। মোনালি হারায় তার প্রাণাধিক প্ৰিয় ডাইচিকে। হ্যাঁ, গত গত ৯ সেপ্টেম্বরই মোনালিকে ছেড়ে ঈশ্বরের কাছে পাড়ি দিয়েছেন সন্তান ডাইচি। তারপর থেকেই ভেঙে পড়েছেন গায়িকা। অবশেষে নিরবতা ভেঙে ইনস্টাগ্রামে বড়সড় পোস্ট করলেন গায়িকা। দুঃখে ভরা সেই খবরে কাতর নেটমহল। মোনালি তার ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার রক্ষাকর্তা, আমার সোনা, আমার ডাইজি, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গত ৯ সেপ্টেম্বর। এই সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আমি চেষ্টা করছি ওর অনুপস্থিতি মেনে নিতে। পারছি কই? আমি মনে করতাম আমি একজন শক্ত মনের মানুষ যে কিনা নিজের হতাশাকে জয় করতে পারে। কিন্তু ছেলেকে ছাড়া আমার বড় অসহায় লাগছে। আমি বুঝতে পারছি না কী করা উচিৎ।” তবে ডাইচি কে?

ডাইচি কে? এটাই তো হাজার টাকার প্রশ্ন। এরপর মোনালি আরও লিখেছেন, “মানুষজন মাঝেমধ্যেই বলেন, তারা নাকি আমার মধ্যে একজন বাচ্চাকে দেখতে পান। একজন দয়ালু মনোভাবের সান্নিধ্য পান। আমার সঙ্গে থেকে তারা খুশি বোধ করেন। কেন জানেন? কারণ ডাইচিকে আমি অনুসরণ করে এসেছি। ওই আমায় শিখিয়েছে কীভাবে ভালবাসতে হয়। কীভাবে দয়ালু হতে হয়… কীভাবে ভাল ও খারাপের মধ্যে ভেদাভেদ করতে নেই। কীভাবে সত্যিকারের বন্ধু হওয়া যায়! কোনদিনও আমার মধ্যে কোনও নেতিবাচক মনোভাব কেউ আনতে দেয়নি।” এই ডাইচি আসলে মোনালির পালিত সন্তান। তার চার পেয়ে সারমেয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!