আবার নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ – কড়া নির্দেশ আদালতের

0 0
Read Time:2 Minute, 37 Second

নিউজ ডেস্ক ::নিয়োগ দুর্নীতির সমস্যা থেকে রাজ্য বেরিয়ে আসতেই পারছে না। আবার দুর্নীতির অভিযোগ। এবার NEET পরীক্ষার। NEET পরীক্ষা হয় মোট ৭২০ নম্বরের। এক একটি প্রশ্নের নম্বর থাকে চার। কিন্তু আবেদনকারীদের একাংশের অভিযোগ, NEET এর ফলে অনেক পরীক্ষার্থী ৭১৯ বা ৭১৮ নম্বর পেয়েছেন। আর তাতেই গোড়ায় গণ্ডগোল দেখছেন তাঁরা। যদি এক একটি প্রশ্নে চার নম্বর করে থাকে, তাহলে কী ভাবে কোনও পরীক্ষার্থী ওই নম্বর পেতে পারেন। এই একই প্রশ্ন নিয়ে এবার NTA-র হলফনামা চেয়েছে কলকাতা হাই কোর্ট। কারণ অভিযোগ যে গত মঙ্গলবার অর্থাৎ ৪ জুন, লোকসভা ভোটের ফলঘোষণার দিনেই প্রকাশিত হয়েছিল NEET এর ফল। আসলে NEET পরীক্ষা হয় মোট ৭২০ নম্বরের। এক একটি প্রশ্নের নম্বর থাকে চার। কিন্তু আবেদনকারীদের একাংশের অভিযোগ, NEET এর ফলে অনেক পরীক্ষার্থী ৭১৯ বা ৭১৮ নম্বর পেয়েছেন। আর তাতেই গোড়ায় গণ্ডগোল দেখছেন তাঁরা।

এছাড়াও তাঁর আরও অভিযোগ ছিল, NEET এ ৬৭ জন পরীক্ষার্থী ৭২০ নম্বরে ৭২০ পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে ছ’জন একই পরীক্ষাকেন্দ্রের। পাশাপাশি এই আবহে ৬৭ জনের প্রথম স্থান অধিকার করার বিষয়টি ‘সন্দেহজনক’। গত বৃহস্পতিবার পরীক্ষার্থীদের করা মামলার আবেদন গ্রহণ করেন বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। আদালত নির্দেশ দেয়, আগামী ১০ দিনের মধ্যে হলফনামা দিতে হবে NTA-কে। এরপর আগামী দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। সেই সময় কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কীভাবে সংরক্ষণ নীতি মেনে NEET এর মেধাতালিকা তৈরি হয়েছে, তা প্রকাশ করতে হবে। তবে যতক্ষণ না পর্যন্ত আদালত পরবর্তী নির্দেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত NEET এর তথ্য সংরক্ষিত রাখতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!