বিরাট মুম্বই ছেড়ে গেলেন কোথায়?

0 0
Read Time:3 Minute, 36 Second

নিউজ ডেস্ক ::টি২০ বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে সংবর্ধিত করা হলো মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সবশেষে ছিল ভিকট্রি ল্যাপ।

টি২০ বিশ্বজয়ের ভিকট্রি ল্যাপ ওয়াংখেড়েতে উস্কে দিল ২০১১ সালে বিশ্বকাপ জয়ের স্মৃতি। ডিজে চালালেন, এআর রহমানের বন্দে মাতরম। গলা মেলালেন ভারতীয় ক্রিকেটাররা।

মাঠে ঢুকেই গানের তালে নাচতে দেখা গিয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবেদের। সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ওয়াংখেড়ের ড্রেসিংরুমে রোহিত শর্মার মা পুত্রের কপালে স্নেহচুম্বন দিলেন, সেই ভিডিওটিও ভাইরাল।

তবে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় বন্দে মাতরম ক্যাপশন দিয়ে যে ভিডিওটি পোস্ট করেছে তা তুমুল ভাইরাল। যাতে দেখা যাচ্ছে স্টেডিয়ামে বাজছে বন্দে মাতরম। দেশাত্মবোধক সেই গানে গলা মেলাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল-সহ গোটা ভারতীয় দল।

দিল্লি থেকে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল মুম্বই পৌঁছনোর পর প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ভিকট্রি প্যারেড হয়েছে। কেউ গাছের ডালে উঠে ছবি তুলেছেন। অনেকে আবার ভিড় জমিয়েছিলেন রাস্তার ধারে বাড়ির ছাদে। কয়েক হাজার মানুষের জনসমাগম দেখে আপ্লুত ভারতীয় দল।

যে সুসজ্জিত হুডখোলা বাসে করে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, বিসিসিআই কর্তারা ওয়াংখেড়ে পৌঁছন তার উপর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে দেখা গিয়েছে হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থদের। সমর্থকদের আবেগ দেখে চোখে জল এসেছে ঋষভ পন্থের।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রায় ৩৩ হাজার ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন। মেরিন ড্রাইভ হোক, কিংবা ওয়াংখেড়ে তুমুল বৃষ্টিতেই ক্রিকেটারদের উন্মাদনায় এতটুকু ভাঁটা পড়েনি। আর শেষে ভিকট্রি ল্যাপে ক্রিকেটারদের বন্দে মাতরমে গলা মেলানো শিহরণ জাগানোর মতো।

এদিকে, ওয়াংখেড়ের এই অনুষ্ঠানের পরই মুম্বই ছাড়লেন বিরাট কোহলি। গভীর রাতে তিনি লন্ডনের বিমান ধরেন। টি২০ বিশ্বকাপ জয়ের পর বার্বাডোজের কেনসিংটন ওভালে মাঠ থেকেই ভিডিও কলে কথা বলেছিলেন স্ত্রী অনুষ্কার সঙ্গে। পুত্র-কন্যাদের সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছিল কোহলিকে। টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডে গেলেন কোহলি। পরিবারকে নিয়ে ছুটি কাটাতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!