আড়িয়াদহের ভাইরাল ভিডিও সম্পর্কে তথ্য দিলেন আলাপন

0 0
Read Time:2 Minute, 28 Second

নিউজ ডেস্ক ::আড়িয়াদহের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা। তালতালা স্পোর্টিং ক্লাবের ঘটনায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার দুষ্কৃতী হিসেবে পরিচিত জয়ন্ত সিং ফের গ্রেফতার হয়েছে।

প্রথম বার নয়। অসামাজিক কাজের জন্য এর আগে একাধিক বার গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আড়িয়াদহের ভাইরাল ভিডিও ক্লাবের মধ্যে একজনকে মারা হচ্ছিল। আক্রান্ত মহিলা নন, তিনি আসলে পুরুষ৷ এই কথা জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

যে ঘটনা নিয়ে এত হইচই, সেটি ২০২১ সালের মার্চ মাসের। তিন বছরের পুরনো ঘটনা নিয়ে অপপ্রচার করা হচ্ছে। পুরনো ভিডিও ভাইরাল হলেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে জয়ন্তকে। এখনও অবধি পাঁচ বার গ্রেফতার করা হয়েছিল। আড়িয়াদহের দুটি ভিডিও ভাইরাল হয়েছিল। দুই ঘটনায় ছয় ও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা জানিয়েছেন, জয়ন্ত কুখ্যাত দুষ্কৃতী৷ এর আগেও বিভিন্ন অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি একটু এদিক ওদিক হতে দেখলেই প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া আছে। আইনশৃঙ্খলার সঙ্গে কোনও আপস নয়৷ আইনশৃঙ্খলা ভাঙলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই কথা জানান মনোজ ভর্মা।

জয়ন্ত সিংয়ের গ্রেফতারিতে সাংসদ সৌগত রায়কে ভয় দেখানো হচ্ছে। হুমকি ফোন এসেছে দমদমের তৃণমূল সাংসদের কাছে। এই বিষয়টি নিয়েও উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। পদক্ষেপ করার নির্দেশও তাদের কাছে চলে এসেছে। এই কথা বৃহস্পতিবার বললেন মনোজ ভর্মা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!