আজ ২১ জুলাই মঞ্চে কি দেখা যাবে ছত্রধর মাহাতো কে?

0 0
Read Time:2 Minute, 18 Second

জঙ্গলমহলে নিজেদের অধিকার রাখার জন্য ‘কুড়মি’ সম্প্রদায়ের আন্দোলন যথেষ্ট বেকায়দায় ফেলেছে বিজেপি ও তৃণমূলকে। সেই অবস্থায় ছত্রধর মাহাতোকে মঞ্চে উপস্থিত করতে পারলে একটা ভালো বার্তা যাবে কুড়মি সম্প্রদায়ের মানুষের মধ্যে। সূত্রের খবর, দলের রাজ্য কার্যালয় থেকে ছত্রধরের সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ জানানো হয়েছে। ছত্রধর জানান, তিনি আমন্ত্রণ পেয়েছেন। তবে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দু’টি পর্যায়ে দীর্ঘ ১২ বছর জেলবন্দি থাকার কারণে আগে কখনও ২১ জুলাইয়ের সমাবেশে যাওয়ার সুযোগ হয়নি ছত্রধরের। এবার কুড়মি আন্দোলনের কারণে পরিস্থিতি আলাদা।

মনে করা হচ্ছে, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে সুনির্দিষ্ট বার্তা দিতেই ডাকা হয়েছে তাঁকে। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু অবশ্য বলেন, ‘‘ঊর্ধ্বতন নেতৃত্ব কাকে ডেকেছেন, আমার জানা নেই।’’ মন্ত্রী বিরবাহা হাঁসদা শনিবারই কলকাতায় পৌঁছেছেন। তাঁরও বক্তব্য, ‘‘আমন্ত্রিতদের তালিকা দল তৈরি করে। এ বিষয়ে আমার কিছু জানা নেই।’’ বাম আমলেই ২০০৯ সালে প্রথম গ্রেফতার হন তৎকালীন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ছত্রধর। ইউএপিএ-সহ একাধিক রাষ্ট্রদ্রোহ, খুন, হামলা, নাশকতার মামালায় তিনি অভিযুক্ত ছিলেন। ইউএপিএ মামলায় ছত্রধরের যাবজ্জীবন সাজাও হয়। পড়ে অবশ্য সাজা কমিয়ে ১০ বছর করা হয়। ছত্রধর জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন কিনা জানা নেই, কিন্তু তিনি যে রাষ্ট্রদ্রোহী কাজে যুক্ত ছিলেন, তাতে সন্দেহ নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!