আরও একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা!

0 0
Read Time:3 Minute, 5 Second

নিউজ ডেস্ক ::দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। গতকয়েক বছরের মধ্যে যাত্রীদের ভরসার ট্রেন (Indian Rail) হয়ে উঠেছে। দেশের একাধিক রুটের মধ্যে চলছে এই সেমি হাই স্পিড ট্রেন।

বাজেটে বেশ কয়েকটি রুটের জন্য আরও ট্রেনের ঘোষণার কথা শোনা গেলেও তেমন কিছুই ঘোষণা করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বেশ কয়েকটি রুটে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস (New Vande Bharat Express)।

জি ভারতে প্রকাশিত খবর অনুযায়ী, বিহারের মুজাফফরপুর এবং বাংলার নিউ জলপাইগুড়ির মধ্যে একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হবে। আর তা চলতি মাস কিংবা আগামী মাস থেকে শুরু হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই পরিষেবা শুরু হলে উত্তরবঙ্গের অর্থনীতি এবং পর্যটনে গতি আসবে বলে মনে করা হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, মুজাফফরপুর এবং নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারতের পরিষেবা মাত্র ৬ ঘণ্টায় ছুটবে। আগে যা প্রায় ১০ ঘণ্টা সময় লাগত।

প্রকাশিত খবর অনুযায়ী, এই ট্রেনের টিকিটের দাম হতে পারে ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে। নতুন বন্দে ভারত ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে যাতে ছুটতে পারে সে কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। দেশের নয়া এই সেমি বুলেট ট্রেনটি অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় ৪৪৬ কিলোমিটার দূরত্ব কার্যত ‘শব্দের গতি’তে ছুটতে পারবে।

এই বিষয়ে ভারতীয় রেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিহার এবং বাংলা রুটে উচ্চ গতির এই ট্রেন চালানোর ক্ষেত্রে যে বিষয়গুলিকে মাথায় রাখতে হবে সেগুলি রেল আধিকারিকরা কাজ করছেন। আগামী কয়েকমাসের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে দাবি করা হয়েছে ওই সংবাদমাধ্যমে।

বলে রাখা প্রয়োজন, হাওড়া থেকে বেশ কয়েকটি রুটে বন্দে ভারতে ছোটে। যার মধ্যে রয়েছে হাওড়া-পুরী, হাওড়া-পাটনা, রাঁচি-হাওড়া, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটি। মুজাফফরপুর এবং বাংলার নিউ জলপাইগুড়ির মধ্যে নয়া বন্দে ভারত চালু হলে এই তালিকায় যুক্ত হবে আরও একটি নাম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!