নিউজ ডেস্ক ::একঝাঁক টলি তারকা জড়ো হয়েছিলেন রাজ-শুভশ্রীর বাড়ি, দিনটা জমিয়ে দিলেন যশ-নুসরত। শারদীয়ার শেষবেলায় হোস্ট মিমি। নবমীর রাতে যাদপুরের তারকা সাংসদের কসবার ফ্ল্যাটে চাঁদের হাট। চর্চিত প্রেমিক অভিরূপকে নিয়ে মিমির পার্টিতে হাজির শ্রাবন্তী, দেখা মিলল পার্নো মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায়দেরও। কিন্তু মিমির বাড়ির এই আড্ডার আসরে যোগ দিলেন না যশ-নুসরত!
নুসরত-মিমি সম্পর্কের দূরত্ব নিয়ে গত কয়েক মাসে কম কানাঘুষো শোনা যায়নি টলিপাড়ায়। যদিও নিন্দুকদের মুখে ছাই ঘষে পার্টিতে শামিল হয়েছিলেন মিমি। একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুললেন দেদার। নবমীর রাতে মিমির দেখা মিলল স্লিভলেস ব্লাউজ আর ঘন সবুজ শাড়িতে, সঙ্গে গোলাপি-সোনালি পাড়।
মিমির সাজ এদিন তাঁকে করে তুলল মোহময়ী। সাবেকি শাড়ির সঙ্গে সোনার গয়নায় ঝলমল করলেন নায়িকা। গলা খালি থাকলেও কানে কানপাশা, হাতে বালা এবং সোনার আংটিতে ধরা দিলেন মিমি।
মিমির বাড়ির ঘরোয়া পার্টিতে চর্চিত প্রেমিক অভিরূপের হাত ধরে পৌঁছেছিলেন শ্রাবন্তী। রাজ-শুভশ্রী থেকে যশ-নুসরত, টলিউডের বন্ধুদের আমন্ত্রণ রক্ষা করতে ‘কাছের মানুষ’ অভিরূপকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন শ্রাবন্তী। একফ্রেমে ধরাও দিয়েছেন দুজনে।
মিমির সঙ্গে পার্নো বা অনিন্দ্যর ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। পুজোয় টলিউডের অনান্য পার্টি এড়িয়ে চললেও মিমির ডাকে হাজির ছিলেন গাঁটছড়ার রাহুল। লাল চেক শার্টে অনিন্দ্যকে দেখে অনুরাগীরা মনে করল শাহরুখ খানকে!
বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি নিজের আবাসনের পুজোয় প্রতিবছরের মতো এবারও মহানবমীরা রাতে ধুনুচি হাতে নাচলেন মিমি। তাঁর সেই নাচের ভিডিয়ো হু হু করে ভাইরাল। ইনস্টাগ্রামে প্রচুর মানুষ দেখে ফেলেছে এই ভিডিয়ো।