মৌনীর সঙ্গে পুজো মণ্ডপে রণবীর!

নিউজ ডেস্ক ::কলকাতা তো বটেই, দুর্গাপুজোকে ঘিরে আরব সাগরের তীরেও উন্মাদনা নেহাত কম নয়। ব্যস্ত রুটিনে ফাঁক পেতেই এই চারটে আনন্দে মেতে ওঠেন বলি-তারকারা।

মুম্বইয়ে মুখোপাধ্যায়ের পরিবারের পুজোয় হাজির হলেন ‘ব্রহ্মাস্ত্র’-র দুই তারকা। রণবীর কাপুর এবং মৌনী রায়। ঠাকুর দর্শন করতে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন দু’জনেই।

অয়নের প্রিয় বন্ধু রণবীর। উৎসবের একটি দিন যে তিনি পরিচালকের জন্য বরাদ্দ রাখবেন, তা আর নতুন করে বলে দিতে হয় না। বিশেষ দিনে সাদা কুর্তা-পাজামায় সেজে উঠেছিলেন ঋষি-পুত্র। সঙ্গে মানানসই নীল রঙের নেহরু জ্যাকেট।

পুজোতেও কাজের ব্যস্ততা। কলকাতা আসার সময় পাননি মৌনী। তবে মুম্বইয়েই বন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন বঙ্গতনয়া। সিঁথি ভর্তি সিঁদুর, সাদা শাড়ি, গলায় স্টেটমেন্ট নেকলেস— মৌনীর থেকে চোখ ফেরানো দায়!

রণবীর-মৌনী ছাড়াও পুজো মণ্ডপে দেখা গেল রানি মুখোপাধ্যায়, কাজল, তনুজা, জয়া বচ্চনের মতো একাধিক
বলিউড তারকাকে। একসঙ্গে অনেকটা সময় কাটালেন তাঁরা। চলল দেদার আড্ডা, খুনসুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *