এবারের দুর্গা পুজায় নারী নিরাপত্তায় বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুলিশের

নিউজ ডেস্ক ::এই বিষয়টি নিয়ে এখন চারদিকে আলোচনা শুরু হয়েছে। তবে বিশেষ অ্যাপের সঙ্গে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হবে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে তা চালানো হবে। সাদা পোশাকে পুলিশ কর্মীরাও থাকবে। নার্সিংহোম, হাসপাতাল থেকে শুরু করে থানাগুলি কোথায় রয়েছে তার তথ্য ও জিপিএস ম্যাপ থাকবে ওই অ্যাপে।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তা নিয়ে এই বাংলা উত্তাল হয়েছে। রাজপথে নেমেছে মানুষ। জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন করে চলেছেন।এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উৎসবে ফিরে আসতে আহ্বান জানিয়েছেন। এই আবহে দুর্গাপুজোর সময় শহরের নারীদের নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়ে যুবতীরা কিংবা মহিলারা ইভটিজিং হোক বা যে কোনও বিপদে পড়লে সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

দুর্গাপুজোর সময় শহরের নারীদের সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই বিপদে পড়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা। শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, ‘‌নতুন একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য সেই অ্যাপটি চালু করা হবে। এই অ্যাপে কী কী ধরনের সুবিধা থাকবে তা কয়েকদিনের মধ্যে জানানো হবে।’‌

এখন নারী সুরক্ষা নিয়ে গোটা বাংলাতেই জোরকদমে কাজ করছে। সেখানে শিলিগুড়ি পুলিশ সমিশনারেট নারী সুরক্ষায় দুর্গাপুজোর সময় পিঙ্ক পেট্রলিং ভ্যান থাকবে। যেখানে মহিলা পুলিশ কর্মীরা থাকবেন। রাস্তাঘাটে কোনও সমস্যায় অনেক সময় মহিলারা পুরুষ পুলিশ কর্মীদের জানাতে ইতস্তত বোধ করেন। তাই মহিলা পুলিশ কর্মীরা সেখানে থাকবেন। অ্যাপে প্যানিক বাটন–সহ বেশকিছু সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। এই বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার সি সুধাকার জানান, দুর্গাপুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বিশেষ মোবাইল পেট্রলিং পিঙ্ক ভ্যান চালু করবে। সেখানে একজন মহিলা পুলিশ অফিসার এবং সাতজন মহিলা পুলিশ কনস্টেবল থাকবে। এই পিঙ্ক ভ্যান দুর্গাপুজোর কটা দিন শহর শিলিগুড়ির আনাচে কানাচে পৌঁছে যাবে।

এই বিষয়টি নিয়ে এখন চারদিকে আলোচনা শুরু হয়েছে। তবে বিশেষ অ্যাপের সঙ্গে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হবে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে তা চালানো হবে। সাদা পোশাকে পুলিশ কর্মীরাও থাকবে। নার্সিংহোম, হাসপাতাল থেকে শুরু করে থানাগুলি কোথায় রয়েছে তার তথ্য ও জিপিএস ম্যাপ থাকবে ওই অ্যাপে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রতিটি থানা ও আউটপোস্টের আইসি, ওসিদের নম্বর থাকবে। দুর্গাপুজোর সময় শহরে উইনার্স বাহিনীও মোতায়েন থাকবে। বড় মণ্ডপে সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। প্রতিটি মণ্ডপে হেল্পডেক্স করতে বলা হয়েছে। শহরে ২২টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। রাতভর সেই অ্যাসিস্ট্যান্স বুথে পুলিশ কর্মীরা থাকবেন বলে জানিয়েছেন ডিসিপি দীপক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *