নিউজ ডেস্ক ::উমার কৈলাসে ফেরবার দিন বিষাদের সুর বাঙালির মনে। একরাশ মন খারাপ চেপে হাসিমুখে মা-কে বিদায় জানাতে ব্যস্ত থাকে টলি তারকারা। বিজয়া দশমীতে রাজকীয় সাজে ধরা দেন শুভশ্রী। এদিন লাল রঙা ভারী সিল্কের শাড়িতে সাজলেন রাজ ঘরণী। রাজরানির বেশে এদিন মা-কে বরণ করেন শুভশ্রী।
ষষ্ঠী থেকে নবমী-কলকাতাতে পুজোর আনন্দে ভাসেন শুভশ্রী। তবে বিজয়া দশমীতে বর্ধমানের বাড়িতে দেবী দুর্গাকে বরণ করেন অভিনেত্রী। এদিন স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে বর্ধমানে বাজেপ্রতাপপুরে বাবার বাড়িতে আসেন নায়িকা। উমার যাবার বেলায় ঘরের মেয়ে ঘরে এসেছে। শুভশ্রীকে পেয়ে উচ্ছ্বিসত হয় আত্মীয়-পরিজনরা।
এদিন সাবেকি সাজে সবার চোখ টানেন শুভশ্রী। লাল রঙের জরি পাড় সিল্কের শাড়ি আর সোনার গয়নায় ঝলমল করেন শুভশ্রী। আটপৌরে স্টাইলে শাড়ি পরেছেন নায়িকা, সঙ্গে ম্যাচিং ব্লাউজ। গলায় জড়োয়া হার সঙ্গে লম্বা রানি হার, চুলে খোঁপা, কানে ঝুমকো, হাতে বালা- শুভশ্রীর এই রাজকীয় সাজে সবার চোখ আটকে যায়।
শুভশ্রীর দেবী বরণ, সিঁদুর খেলার মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজ চক্রবর্তী। এদিন ‘ঢাকের তালে কোমর’ দোলান শুভশ্রী। তাঁর উপর থেকে চোখ সরছে না কারুর!