দুর্গা পুজোর দিনগুলোতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্র

নিউজ ডেস্ক ::ভারতীয় ধৰ্মীয়-সংস্কৃতিতে একটা প্রচলিত প্রবাদ আছে – ‘বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর।’ আমরাও বিশ্বাস করি, সুপ্রাচীন ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ ঠিক মতো মেনে চলতে পারলে আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে। বাঙ্গালির শ্রেষ্ঠ ধৰ্মীয় উৎসব দুর্গাপুজো চলে এসেছে।

সেই পুজোর দিনগুলোতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্র। বলা হচ্ছে –

১) দুর্গাপুজোর সময় একটি রুপোর মুদ্রা যদি আপনি বাড়িতে কিনে আনেন। এনে সেটি ঠাকুরঘরে রেখে দেন। তাহলে দেবী দুর্গা খুশি হবার পাশাপাশি দেবী লক্ষ্মীও খুশি হন। এতে আপনার অর্থপ্রাপ্তি হতে থাকবে এবং জীবনে সকল কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

২) দুর্গাপুজোর সময় ঘরে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ। বাড়িতে তুলসী গাছ লাগালে আপনার অর্থপ্রাপ্তি হবে। সেই সঙ্গে ঘরে প্রদীপ জ্বালাতে পারেন। সেই প্রদীপ দিয়ে আপনি মা লক্ষ্মীর আরতি করুন।

৩) দুর্গাপুজোর সময় দেবী লক্ষ্মীর মূর্তি ও ঘরে কিনে আনতে পারেন। কারণ দেবী লক্ষ্মী কিন্তু মা দুর্গার রূপ। তাই দেবী লক্ষ্মীর পুজো করলে আপনার জীবনে সফলতা আসবে।

৪) যারা আর্থিক সমস্যায় ভুগছেন, তারা এই দুর্গাপুজোর সময় একটি শুকনো নারকেল ভেঙে সুজি দিয়ে ভাজুন। তারপর বাড়িতে দেবী দুর্গার জন্য যে ঘট স্থাপন করেছেন, তার উপরে দিন। পিঁপড়েরা যত এই ভাজা সুজি ভাজা খাবে, ততই আপনার জীবনের সমস্যা কেটে আপনি সুখের মুখ দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *