নিউজ ডেস্ক ::বরানগর মল্লিক কলোনীর এ বছরের পুজো ৭৫ বর্ষে পা দিলো। স্বাভাবিক কারণেই এ বছর ওই পুজো কমিটির উন্মাদনা অনেক বেশি। কমিটির পক্ষ থেকে সুরজিৎ সেনগুপ্ত বলেন, রামকৃষ্ণ পাল তাদের পুজোর মূল উদ্যোক্তা। তাঁর নেতৃত্বে সকলে মিলে এ বছরের পুজো করছে।
পুজোর থিম সম্পর্কে তিনি বলেন, আসলে আমাদের থিম দু’টো। ‘জীবনযুদ্ধ’ বলতে আমরা বোঝাতে চেয়েছি, আধুনিক মানুষের জীবন মানেই একটা সংগ্রাম। বড়ো থেকে ছোট, ধনী থেকে দরিদ্র সকলের ক্ষেত্রেই জীবনযুদ্ধ অপরিহার্য। তার সঙ্গে দ্বিতীয় বিষয় হলো – পাটশিল্প। তিনি জানান, বাংলা থেকে পাটশিল্প লুপ্ত প্রায়। সেই পাটশিল্পকে আবার উজ্জীবিত করার জন্য আমরা আমাদের মন্ডপ সজ্জা করেছি সম্পূর্ণ পাট দিয়ে। একটা বার্তা দিয়েছি যে, আসুন আমরা সবাই আবার পাট শিল্পের অগ্রগতির জন্য এগিয়ে আসি। তিনি সকলকে তাদের পুজো মন্ডপে যাওয়ার জন্য অনুরোধ করেন।