নিউজ ডেস্ক ::বাগুইআটি শাস্ত্রীর বাগান পুজো কমিটি এবছর ৪১ তম বর্ষে পদার্পন করেছে। তাদের এবারের থিম -‘দিগন্ত’। এ বছর তাদের প্রতিমা শিল্পী নবকুমার পাল, থিম মেকার সাধন পাল ও আলোক সজ্জায় রাজা ইলেকট্রিক।
পুজো কমিটির পক্ষে সুমিত ঘোষ বলেন, তাদের থিম ‘দিগন্ত’। দিগন্ত বলতে আমরা বুঝি এমন এক জায়গা যেখানে আকাশ ও মাটি মিশে গেছে। কিন্তু সেখানে গেলে আবার তাই দেখা যায়। তার অর্থ দিগন্তের কোনো শেষ নেই। তিনি বলেন, এই যে আমরা মন্ডপ সজ্জা করছি বা প্রতিমাকে সাজাছি – এর কোনো শেষ নেই। সুমিত ঘোষ জানান, তারা বিগত বছরগুলোতে বেশ কিছু শারদ সম্মান পেয়েছেন। তার বিশ্বাস এ বছর তারা আরও বেশি শারদ সম্মান পাবেন। তিনি সকলকে শুভেচ্ছা জানান।