নিউজ ডেস্ক ::বছর ১৫/১৬-র ওই নাবালিকার মৃতদেহ ভাসতে দেখা যায় জলপাইগুড়ির নাগরাকাটা সুলকা পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাঙ্গাপাড়া শুখানি নদী এলাকায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় । এখন পর্যন্ত মৃতদেহ চিহ্নত করা যায় নি। তবে তা ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা এখনও কিছু বলা যাচ্ছে না। তিলোত্তমা কাণ্ডের পরে, বিশেষকরে গত ৪/৫ দিনে ধর্ষণ ও খুনের ঘটনা বাংলায় ঘটেই চলেছে। স্বাভাবিক কারণেই ওই কিশোরীর মৃত্যুর কারণ নিয়ে সংশয় তৈরী হয়েছে!
পুলিশ ও এলাকার মানুষেরা ওই কিশোরীর পরিচয় জানার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত পরিচয় জানা যায় নি। স্থানীয় এক ব্যক্তি বলেন, “সুখানি নদীর ধারে এক আনুমানিক১৫/১৬ বছরের নাবালিকার মৃতদেহ পড়ে রয়েছে। আপাতত তো দেখে বুঝতে পারছি না, মনে হয় না এখানকারই বাসিন্দা। হতে পারে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।” পুলিশ আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।