ইসরাইল আক্রমন করলে প্রতি-আক্রমনে প্রস্তুত ইরান

নিউজ ডেস্ক ::মধ্য প্রাচ্যের নতুন যুদ্ধের দামামা বেজেই গেছে। ইসরাইল ও ইরান দু’পক্ষ সম্পূর্ণ প্রস্তুত। তেহরানের সামরিক সূত্র জানাচ্ছে, ইসরাইল কোনো আক্রমণ চালালে ইরান তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। ইরানের পরিকল্পনায় বিভিন্ন ধরনের পাল্টা এবং নির্দিষ্ট হামলার ব্যবস্থা রয়েছে, যা ইসরাইলের পদক্ষেপের প্রকারভেদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সামরিক সূত্রটি আরও জানিয়েছে যে, ‘ট্রু প্রমিস-২’ অভিযানের সময় ইরান দেখিয়েছে যে তারা ইসরাইলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। ইসরাইলও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারাও প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গত, ৫/৬ দিন আগের থেকেই ইরান-ইসরাইল যুদ্ধ নতুন দিকে মোড় নেয়। গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়। ফলে ক্ষোভের আগুনের জ্বলছে ইসরাইল। যেকোনো মুহূর্তে তারা প্রতি-আক্রমন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *