রাজনাথ সিং আজ জাতীয় রাজধানীতে ডেফকানেক্ট 4.0 এর উদ্বোধন করবেন

নিউজ ডেস্ক ::প্রতিরক্ষা ও মহাকাশ খাতে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ জাতীয় রাজধানীতে ডেফকানেক্ট 4.0 এর উদ্বোধন করবেন। প্রতিরক্ষা মন্ত্রকের, প্রতিরক্ষা উৎপাদন বিভাগের অধীনস্থ ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স – ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন, দিল্লি ক্যান্টনম্যান্টের মানেকশ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী, ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং (ডিপিএসইউ), শিল্প নেতৃবৃন্দ, উদ্ভাবক, স্টার্ট-আপ এবং এমএসএমই, শিক্ষাবিদ, ইনকিউবেটর, বিনিয়োগকারীএবং নীতি নির্ধারকদের একত্রিত করে ডিফকানেক্ট ৪.০ ভারতের প্রতিরক্ষা উদ্ভাবন যাত্রায় একটি মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *