জুট কর্পোরেশনে নিয়োগ হতে চলেছে বেশ কিছু কর্মী

নিউজ ডেস্ক::এই মুহূর্তে বাংলা তথা ভারতের সবচেয়ে জ্বলন্ত ইস্যু কর্মসংস্থান। বাংলার কর্মসংস্থান দিন দিন সংকুচিত হয়ে চলেছে। এই অবস্থায় জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে। লিখিত পরীক্ষা ছাড়াই কলকাতা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে এপ্রেন্টিস প্রশিক্ষণের সুযোগ। কেবল উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য -

** জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে Apprentice প্রশিক্ষণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাঁচা পাট সংগ্রহ ও তার প্রক্রিয়াকরণ সংক্রান্ত এই প্রশিক্ষণ দেওয়া হবে।
** শিক্ষাগত যোগ্যতা- উঃ মাধ্যমিক পাশ।
** শূন্যপদের সংখ্যা- ২০ টি। এদের মধ্যে SC- ১ টি, ST- ১ টি, OBC (NCL)- ৭ টি, EWS- ২ টি, UR- ৯ টি।
** বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে।
** স্টাইপেন্ড- কেন্দ্রীয় সরকারের এপ্রেন্টিসশিপ -এর নিয়ম অনুযায়ী এই প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে ৭০০০ টাকা।
** প্রশিক্ষণের সময়সীমা- ১২ মাস বা ১ বছর।

কিভাবে আবেদন করবেন? –
Jute Corporation India Apprentice এপ্লিকেশন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনার শেষ তারিখ – ২১ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *