ডুয়ার্সের তোতাপাড়া বনবস্তির পুজোর জৌলুস অনেক কমে গেছে

নিউজ ডেস্ক ::এমনিতেই চা-শ্রমিকদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বহু চা বাগান বন্ধ। বন্ধ হয়েছে একাধিক দুর্গাপুজো। তবে তার মধ্যেও ডুয়ার্সের তোতাপাড়া বনবস্তিতে পুজো এখনও চলছে কোনোভাবে। আর্থিক সংকটের সঙ্গে এবার নতুন সমস্যা সন্ধ্যার পরে বন্যপ্রাণীর আক্রমন। এখানে সন্ধে নামলেই হানা দেয় হিংস্র জন্তু-জানোয়ার। গ্রামের একপাশে জঙ্গল আরেক পাশে চা-বাগান। এরই মাঝে বনবস্তি। সেখানেই এবার দুর্গাপুজোর আয়োজন। ডুয়ার্সের তোতাপাড়া বনবস্তিতে হাতির হামলা প্রায় নিত্যদিনের ঘটনা। সন্ধে নামলেই চা-বাগানের রাস্তায় ঘোরাফেরা করে চিতাবাঘ। আতঙ্কে সিঁটিয়ে থাকেন গ্রামবাসীরা। ভয়ে আতঙ্কিত গ্রামের মানুষ।

তারা সবাই মিলে বন বস্তিতে পুজোর আয়োজন করলেও সঙ্কিত বন্যা প্রাণী নিয়ে। ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের অন্তর্গত তোতাপাড়া জঙ্গলের বুক চিরে গিয়েছে গ্রামীন রাস্তা। প্রায় ৮ কিমি জঙ্গলের পথ পেরিয়ে তোতাপাড়া বনবস্তিতে যেতে হয়। সেখান দেবী পূজিত হন বনদুর্গা হিসাবে। অনেক আগে থেকেই তোতাপাড়া বস্তিতে পুজো এবং মেলা দুটোই আয়োজন হয়। কিন্তু টাকার অভাবে সেই জৌলুস এখন আর নেই। আর্থিক সমস্যা থাকলেও তোতাপাড়া বনবস্তির বাসিন্দারা বেঁচে থাকার তাগিদে দিনের আলোয় মেহনত করেন আর সন্ধে হলেই বন্য হাতি, জন্তুর হামলার আতঙ্কে সিঁটিয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *