নিউজ ডেস্ক ::প্রতি বছরের মত এই বছরও সালানপুর থানার সহযোগিতায় এবং রূপনারায়ানপুর ফাঁড়ির উদ্যোগে হিন্দুস্তান কেবেলসের পূর্ন বাসন সমিতির দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ করা হলো।দুর্গাপূজার সময় যাতে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা নতুন বস্ত্র পরে পূজা মণ্ডপ ঘুরতে যান তাই এই উদ্যোগ নেওয়া হয় পুলিশের তরফে।এদিন নিজের হাতে প্রায় তিরিশ জন বৃদ্ধ বৃদ্ধাকে নতুন বস্ত্র তুলেদেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য।এদিন পুলিশের তরফে জানানো হয় দুর্গাপুজোতে সবার সাথে এনারাও যেনো নতুন বস্ত্র পরে পূজোর দিন গুলো আনন্দে কাঁটাতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তাছাড়া পূর্ন বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন বলেন পুলিশের উদ্যোগে তিনি সহ সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা খুশি।প্রতি বছর পুলিশের তরফে বস্ত্র বিতরণ করা হয়।