নিউজ ডেস্ক ::অসুরের ভূমিকায় সন্দীপ ঘোষ, বহরমপুরের একটি পুজো মণ্ডপে। মুর্শিদাবাদের বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের পক্ষ থেকে এবারের প্রতিমার থিম হিসাবে এখানে দেখানো হয়েছে আরজিকর কাণ্ডে সিবিআই হেফাজতে জেল বন্দি অভিযুক্ত সন্দীপ ঘোষকে। এখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে অসুর হিসাবে দেখানো হয়েছে। যেখানে দূর্গার বাহন সিংহ সেই অশুভ শক্তির অসুরকে বিনাশ করতে সেই অসুরেকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। যে ছবি ইতি মধ্যেই স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও কমিটির তরফ থেকে জানানো হয়েছে তারা এই ধরনের কোন থিম নিয়ে চিন্তা ভাবনা করেননি। অশুভ শক্তির বিনাশ করতে কাল্পনিক এক চরিত্রের অসুর তৈরী করেছেন শিল্পী। এখানে এই অসুরকে তারা সন্দীপ ঘোষ হিসাবে দেখছেন না। যদিও দর্শকরা এই মত মানতে রাজী নন।