আজকের আবহাওয়া

নিউজ ডেস্ক::বাংলায় পঞ্চমীতে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত কিছু বৃষ্টি হয়েছে। ষষ্ঠী কি বৃষ্টি বিহীন যাবে? এমন প্রশ্ন আম বাঙালির মধ্যে। জেনে নেওয়া জাক আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে।

প্রথমিকভাবে জানা গিয়েছিল পুজোতে বৃষ্টি হবে। কিন্তু পরে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না। নতুন করে কোনও বড় ধরনের বিপর্যয় পুজোর মধ্যে আসছে না। দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আজ থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই হালকা পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ষষ্ঠী ও সপ্তমীতেও মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে, দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সতর্কতাও জারি নেই কোনো জায়গায়। আজ ষষ্ঠীর দিনও ভারী বৃষ্টি হবে না কোথাও। বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে সেই বৃষ্টি কখনোই দীর্ঘস্থায়ী হবে না। তাই মানুষ স্বচ্ছন্দে পথে বের হতে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সপ্তমীতেও মেঘলা থাকবে আকাশ।

অন্যদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে কোনো ভারী বৃষ্টির সতর্ক বার্তা নেই। আজ ষষ্ঠীতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে না (North Bengal Weather)। এরপর সপ্তমীতে দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *