আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে উত্তরবঙ্গের চিকিৎসকেরা

নিউজ ডেস্ক ::আর জি কর কাণ্ডের পরেই বাংলার চিকিৎসা ব্যবস্থায় ‘উত্তরবঙ্গ লবি’ শব্দটা সামনে আসে। আর তখনই জানা যায় – এমন কোনো দুষ্কর্ম নেই যা এই লবি করে না। ফলে এই সুযোগে উত্তরবঙ্গের চিকিৎসকেরা আন্দোলনের উত্তাপ বাড়িয়ে চলেছে। কলকাতাতেও চলছে অনশন। অবস্থান ধর্মতলায়। রোজই যোগ দিচ্ছেন নাগরিক মহলের বড় অংশ। ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আরজি করের ৫০ জন চিকিৎসক একদিন আগেই গণ ইস্তফা দেন। অনশনকারীদের সঙ্গে দেখা করলেন গণতান্ত্রিক মহিলা সমিতি (সিপিএমের মহিলা সমিতি) নেতৃত্ব। তাঁদের দাবি মানুষ পরিচয়ে এসেছি। সহমর্মিতা জানাচ্ছি। বিপুল জন সমর্থন তাদের পক্ষে।

গণ ইস্তফা দিয়ে তারা স্পষ্ট বলেছেন যে তারা কাজ করবে কিন্তু সই করবে না। ছাত্রদের দাবিতে সম্মতি জানিয়ে ইস্তফা দিলাম। উৎসবের আবহেও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতাতেও চলছে অনশন। অবস্থান ধর্মতলায়। রোজই যোগ দিচ্ছেন নাগরিক মহলের বড় অংশ। ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আরজি করের ৫০ জন চিকিৎসক একদিন আগেই গণ ইস্তফা দেন। যা নিয়ে চাপানউতোর চলছেই। অন্যদিকে কলকাতার আন্দোলনের ঝাঁঝে আরও সিক্ত হচ্ছেন উত্তরের চিকিৎসকেরাও। শেষ পর্যন্ত সরকারের তরফে কী পদক্ষেপ করা হয় এখন সেদিকে নজর গোটা রাজ্যের। এরইমধ্যে আরজি কর কেসে প্রথম চার্জশিট জমা করেছে সিবিআই। যেখানে আবার কলকাতা পুলিশের হাতে প্রথম ধৃত সিভিককেই মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। কিন্তু এখানেও সংশয় তৈরী হয়েছে চিকিৎসক মহলের। তাঁদের ধারণা ওই কাজ কখনোই একা একজন করতে পারে না। CBI এর উপর আস্থা রেখেই তারা তদন্তকে আরও দ্রুত করার কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *