কোথায় কতটা নিয়োগ করলে বেশি রিটার্ন পাবেন

নিউজ ডেস্ক ::এই বিষয়ে বিশেষজ্ঞারা সম্পূর্ণভাবে মার্কেট স্টাডি করে নিজেদের মতো করে পরামর্শ দেন। সকলেই বলেন, কম্পানির মোট মূলধন, ইতিহাস ও ভূগোল ভালো মতো না জেনে বিনিয়োগ করা উচিত হবে না। এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ আমাদের স্মরণে রাখতে হবে।

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে আমাদের প্রায় সকলেরই প্রধান চিন্তার কারণ ভবিষ্যতের জন্য বিনিয়োগ। বাজারে বিনিয়োগের বিভিন্ন মাধ্যম থাকলেও সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখানে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। কেউ যদি ১০ লাখ টাকা বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে চায়, তাহলে কোথায় বিনিয়োগ করা উচিত? এক নজরে দেখে নেওয়া যাক এই ১০ লাখ টাকা বিনিয়োগের সেরা উপায়। জনৈক মার্কেট স্টাডি স্পেশালিস্ট বলছেন যে, আমরা সকলেই জানি চক্রবৃদ্ধির সুবিধা ৭ থেকে ১০ বছরের বিনিয়োগের পরেই শুরু হয়। ১০ বছর বিনিয়োগ চক্রবৃদ্ধির ক্ষেত্রে মোটামুটি ভাল সুবিধা দেয়। এর উপর ভিত্তি করে কেউ বিনিয়োগের সর্বোত্তম সুবিধা পেতে বিভিন্ন বিভাগের তহবিলে বিনিয়োগ করতে পারে। আমরা এখানে তিন ধরনের বিনিয়োগকারী সম্পর্কে আলোচনা করব – রক্ষণশীল, মধ্যপন্থী এবং আক্রমণাত্মক।

যেহেতু বাজার সবসময় উচ্চে থাকে এবং একই দিকে অগ্রসর হয়, তাই বিনিয়োগে ছোটখাটো সংশোধন করতে হতে পারে। কিন্তু, দীর্ঘমেয়াদে, কোম্পানিগুলির মৌলিক বিষয়গুলি শক্তিশালী হওয়ায় বাজার ইতিবাচক হয়। তাই ভাল রিটার্ন পেতে হলে ইক্যুইটি মার্কেটে বিনিয়োগ করতে হবে। বিগত কয়েক বছরে সোনা ভাল রিটার্ন দিয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে আশা করা যায় যে ইক্যুইটি সোনাকেও ছাড়িয়ে যাবে। তবে এককভাবে ইক্যুইটিতে বিনিয়োগ করা উচিত নয়। কারণ অল্প সময়ের মধ্যেই বাজার নীচের দিকেও যেতে পারে। স্বল্পমেয়াদী ক্ষতির সম্ভাবনা কমাতে হাইব্রিড ফান্ড থেকে একটি সুপরিকল্পিত ট্রান্সফার বিবেচনা করা সেক্ষেত্রে ভাল উপায় হতে পারে।

এক্সপার্টরা বলেন, রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য, ডেবট হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করা এবং পরবর্তী ১৮ মাসের মধ্যে এটিকে একটি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে ট্রান্সফার করার পরামর্শ দেওয়া হচ্ছে। মধ্যপন্থী বিনিয়োগকারীর জন্য, ডেবট হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করার পরবর্তী ১৮ মাসের মধ্যে এটিকে একটি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে ট্রান্সফার করার পরামর্শ দেওয়া হয় এবং সেখান থেকে পরবর্তী ১৮ মাসে লার্জ এবং লার্জ ও মিড-ক্যাপ ফান্ডে যেতে বলা হয়। আক্রমণাত্মক বিনিয়োগকারীরা একটি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *