নিউজ ডেস্ক ::পঞ্চমীর রাতে মর্মান্তিক পথ দূর্ঘটনা। মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত আরো দুই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় বাসন্তী হাইওয়ের সাইয়াটি এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায় , বাসন্তী হাইওয়ে থেকে দ্রুত গতিতে একটি বাইক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাঁইআঁটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গায়ে ধাক্কা মারে বাইক। ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে পুলিশ।