নিউজ ডেস্ক ::পঞ্চমী ও ষষ্ঠী মোটামুটি ভালোভাবে কাটলেও আজ মহাসপ্তমী কেমন কাটবে? বৃষ্টি কি হবে? এমন নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বাঙালির মনে। এই অবস্থায় আলিপুর আবহাওয়া অফিস প্রকাশ করলেন তাদের পূর্বাভাস।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এবার পুজো রাজ্যে বর্ষণের সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। গত ২৪ ঘণ্টায় রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার অবধি রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পুজোয় দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণের সামান্য সম্ভাবনা আছে। সকালের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিকেল অথবা সন্ধের দিকে ঝমঝমিয়ে নামতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে খবর। মোটের উপর আম জানতার উৎসবে যোগ দিতে খুব অসুবিধা হবে না। শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে জানা যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বর্ষণ হবে বলে আপাতত জানানো হয়েছে। উত্তর ২৪ পরগণা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দার্জিলিং ও কালিংপং-দু’এক পশলা বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না।