বাংলার সরকারি চিকিৎসা ব্যবস্থা কি সম্পূর্ণ ভেঙে গেছে? – ইঙ্গিত কিন্তু তেমনই

নিউজ ডেস্ক ::একেই কি বলে অ-রাজক পরিস্থিতি? ভাবলেও শিউরে উঠতে হয়। অপারেশনের সিলড গ্লাভসে শুকনো রক্তের দাগ। আরজি করের ট্রমা কেয়ারের প্যাকেটবন্দি গ্লাভসের ভিডিয়ো ভাইরাল। সূত্রের খবর, ট্রমা কেয়ারের কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের হাত ধরে এই ভিডিয়ো বাইরে এসেছে। তাঁরা স্পষ্টই জানাচ্ছেন সিল করা প্যাকেটের মধ্য থেকেই রক্তের দাগ লাগা এই গ্লাভস পাওয়া গিয়েছে। তাঁদের দাবি, এই ছবি শুধু আরজি করের ছবি নয়। অভিযোগ বিভিন্ন মেডিকেল কলেজের স্যালাইনের বোতলে ছত্রাক পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে ব্যবহৃত সিরিঞ্জ। এমন হলে রুগীদের জীবন নিয়ে যারে খেলা করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে?

এদিকে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা শোরগোল ফেলে দিয়েছে স্বাস্থ্য মহলে। জুনিয়র চিকিৎসকদের দাবি, এই সামগ্রিক অপব্যবস্থারই পরিবর্তন চাইছেন তাঁরা। সে কারণেই তাঁদের এই দীর্ঘ আন্দোলন, সে কারণেই অবস্থার বদল চেয়ে আমরণ অনশন। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে শুরু থেকেই প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি নিয়ে। দুর্নীতির অভিযোগেই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করে সিবিআই। তা নিয়ে তোলপাড় তো চলছেই। এরই মধ্যে এবার সিলড গ্লাভসে শুকনো রক্তের দাগে নতুন করে চাপানউতোর। ভিডিওর সত্যতা আমরা যাচাই না করলেও, যদি ঘটনা সত্য ধরে নেওয়া হয় তাহলে তো ঘটনা ভয়ঙ্কর! ঘটনায় স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলছেন, “নন-স্টেরাইল গ্লাভস কীভাবে আরজি করের ট্রমা বিল্ডিংয়ে এল তা দেখা হচ্ছে।” তারপরে? হয়তো কিছুদিন বন্ধ থাকবে। তারপর আবার নতুন কোনো সন্দীপ ঘোষের হাত ধরে আবার শুরু হবে এই খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *