নিউজ ডেস্ক ::বন্যার প্রকোপ কাটিয়ে উৎসবমুখী হয়েছে মেদিনীপুরের মানুষ। ২০২৪ সালের দুর্গাপুজোয় মেদিনীপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি তুলে ধরব আমরা। একদিকে যেমন রয়েছে বিধান নগর সার্বজনীন দুর্গা কমিটির দুর্গাপুজো। তাদের পুজো এবার ৫৬ তম বর্ষে পদার্পণ করল। বাজেট কুড়ি লক্ষ টাকা। প্যান্ডেলের থিম কর্ণাটকের শিব মন্দির। অপরদিকে রয়েছে আনন্দপুরের ডায়মন্ড ক্লাবের শৈশবকালের থিম নিয়ে দুর্গাপুজো। থিম শিশুদের শৈশবকাল। তৃতীয় বর্ষে পদার্পণ করল তাদের পুজো। আনুমানিক তিন লক্ষ টাকার বাজেট। ভিড় জমাচ্ছেন উৎসব প্রেমী মানুষ।